খাস ডেস্ক: ভারতে বহু মানুষ আত্মহত্যা করছেন। এর কারণ নানাবিধ। মানসিক সমস্যায় কিংবা নানা সামাজিক কা্রণে, যেমন পারিবারিক সঙ্কট থেকে শুরু করে অর্থভাবে জর্জরিত হয়েও অনেকে আত্মহত্যা করছেন। যদি ভারতীয় দণ্ডবিধিতে আত্মহত্যার চেষ্টা করা দন্ডনীয় অপরাধ।
মুম্বইয়ের অটল সেতু(Mumbai Atal Setu) থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে এক মহিলার প্রাণ বাঁচালো পুলিশ ও স্থানীয় এক ট্যাক্সিচালক। ফলে ৫৬ বছরের ওই মহিলা আত্মহত্যা করতে গিয়েও ব্যর্থ হলেন।
মুম্বইয়ের অটল সেতু এলাকা সিসিটিভিতে মোড়া। পুলিশ জানিয়েছে, ৫৬ বছরের ওই মহিলা সেতু থেকে ঝাঁপ দেওয়ার আগে সেতুর রেলিংয়ে বসে সমুদ্রে কিছু ফেলছিলেন। তা দেখে স্থানীয় এক ট্যাক্সিচালক পিছন থেকে জড়িয়ে ধরেন ওই মহিলাকে। পুলিশের টহলদারি ভ্যান এরপর ওই মহিলাকে উদ্ধার করেছে।
পুলিশ সূত্রের খবর, আত্মহত্যা করতে ব্যর্থ হওয়া ওই মহিলার নাম রিমা মুকেশ প্যাটেল। মুম্বইয়ের মুলুন্দে শহরতলি এলাকার বাসিন্দা রিমা।
এদিকে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে এই ঘটনা। এরপর নেটিজেনরা বিষয়টি নিয়ে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। মুম্বইয়ের পুলিশ কমিশনার এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রত্যেক নাগরিক যেন মানবজন্মের মূল্য সম্পর্কে সচেতন হন।
মুম্বইয়ের অটল সেতু থেকে আত্মহত্যার ঘটনা চলছে। গত মাসেও ৩৮ বছরের এক তরুণী এই সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার।
পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের বাসিন্দা ওই মহিলা গত মাসে নিজে গাড়ি চালিয়ে এসে সেতু সংলগ্ন এলাকায় গাড়িটি রেখে পায়ে হেঁটে খানিকদূর গিয়ে এরপর সেতুর রেলিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই ঘটনাও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।