শ্রীনগর: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। যারা দেশের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মত থাকে তাঁদের হাতেই রাখি পরালেন বোনেরা। সেনা জওয়ানদের মঙ্গল কামনা করে হাতে বাঁধলেন রাখি। সোমবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর সোনি গ্রামে ভারতীয় সেনাদের হাতে রাখি বেঁধেছেন স্থানীয় মহিলারা।
এলাকার মহিলারা সেনাদের তাঁদের ভাই বলে উল্লেখ করে এবং সীমান্ত রক্ষা করার জন্য তাদের ধন্যবাদ জানায়। বিনিময়ে, ভারতীয় জওয়ানরাও প্রতিশ্রুতি দেয় যে কোনও ক্ষতি থেকে বাসিন্দাদের রক্ষা করবে। স্থানীয় মহিলা সিরাত বানো বলেন, “সীমান্তে আমাদের রক্ষা করার জন্য আমরা বোনেরা ভাইকে রাখি বেঁধেছি।” আর এক গ্রামবাসী নাজির আহমেদ বলেছেন, “সীমান্তে শান্তি, সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির প্রতীক হিসাবেই রাখিবন্ধন প্রথাকে বেছে নিয়েছেন তাঁরা।” উপত্যকার এই ছবি মন কেড়েছে সকলের।
এদিন রাখি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে দিল্লিতে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে রাখি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রক্ষা বন্ধন উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভাই এবং বোনের মধ্যে অপরিসীম ভালবাসার প্রতীক একটি উত্সব রক্ষা বন্ধন উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। এই পবিত্র উত্সব আপনাদের সকলের সম্পর্কের মধ্যে নতুন মাধুর্য নিয়ে আসুক এবং জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।”