খাস ডেস্ক: নারী-পুরুষ দাম্পত্য সম্পর্কের মূল কথা পরস্পরকে বোঝাপড়া। অন্যথায় সম্পর্ক ছেদের ঘটনা দেশজুড়েই ঘটছে। কিছু ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে আজব কারণে। এমনই এক ঘটনা সামনে এল।
ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার। জাতীয় সংবাদমাধ্যমে এই ঘটনার খবর প্রকাশিত হয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সূত্রের খবর, একমাসের কিছু সময় আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। বিয়ে করার আগেও ওই যুবক নিয়মিত স্নান করতেন না। মাসে একদিন অথবা বড়জোর দু’দিন স্নান করতেন তিনি।
এই অভ্যাস বিয়ের পরেও ত্যাগ করেননি ওই যুবক। সূত্রের খবর, আগ্রার বাসিন্দা ওই যুবকের নাম রাজেশ। বিয়ের পরে গত ৪০ দিনে স্ত্রীর জোরাজুরিতে মোটে ৬বার স্নান করেছেন তিনি। স্নান করা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ চরমে পৌঁছনোর পরে স্ত্রী স্থানীয় থানায় অভিযোগ করেন, পণপ্রথার শিকার তিনি। এর জেরে বিবাহবিচ্ছেদ চান। সূত্রের খবর, পুলিশে অভিযোগ দায়ের করার পরে ওই তরুণী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে গিয়েছেন।
এধরনের ঘটনা এই নতুন নয়। চলতি বছরের গোড়াতেও এধরনের একটি ঘটনা সামনে এসেছে। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে বিবাহবিচ্ছেদের ওই ঘটনাও অভিনব। সূত্রের খবর, এই ঘটনাটিও ঘটেছে আগ্রাতে। এক্ষেত্রে ওই তরুণীর নিয়মিত কুরকুরে খাওয়ার অভ্যাস ছিল। স্বামীকে তিনি এক প্যাকেট কুরকুরে নিয়ে আসতে বলেছিলেন। স্বামী প্রতিদিন স্ত্রীর চাহিদা অনুযায়ী কুরকুরে এনেও দিতেন। একদিন ভুলে যাওয়ায় এনিয়ে স্বামী-স্ত্রীর ভিতরে বচসা বাঁধে। এরপরই স্বামী-স্ত্রীর সম্পর্ক বিবাহবিচ্ছেদের দিকে গড়ায়।