28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জাতীয় খবর ছাড়া যাবে না আমেদাবাদ, বাংলাদেশি পড়ুয়াদের প্রতি নির্দেশিকা গুজরাট বিশ্ববিদ্যালয়ের

ছাড়া যাবে না আমেদাবাদ, বাংলাদেশি পড়ুয়াদের প্রতি নির্দেশিকা গুজরাট বিশ্ববিদ্যালয়ের

খাস ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে পঠনপাঠনের জন্যে আসেন অনেক ছাত্রছাত্রী। ভারতজুড়ে ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে আসা এই পড়ুয়ারা বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে উদ্বিগ্ন। এদিকে এখনই দেশে ফেরার কোনও উপায় নেই।

- Advertisement -

এই পরিস্থিতিতে ভারতের নানা প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বাংলাদেশি পড়ুয়াদের সুরক্ষার জন্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিজেপিশাসিত গুজরাটের গুজরাট বিশ্ববিদ্যালয়ও(Gujarat University) নির্দেশিকা জারি করেছে।

সূত্রের খবর, গুজরাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে পঠনপাঠনরত বাংলাদেশি পড়ুয়ারা যেন এখন কোনওভাবে আমেদাবাদ না ছাড়েন। যদি কোনও বিশেষ কারণবশত পড়ুয়াদের কেউ আমেদাবাদ ছাড়েন, সেক্ষেত্রে যেন তিনি তা অবশ্যই গুজরাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

- Advertisement -

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অশান্ত। প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে ভারতে এসেছেন। সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্ট ছড়িয়ে পড়ছে। একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানান গুজবও ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে গুজরাট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পড়ুয়ারা যাতে কোনও বিভ্রান্তির শিকার না হন, এজন্যে জারি করা হয়েছে ওই নির্দেশিকা। সূত্রের খবর, এই ছাত্রছাত্রীরা ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস স্কলারশিপ পেয়ে ভারতে পড়তে এসেছেন।

কেবল বাংলাদেশ নয়, এই স্কলারশিপ নিয়ে ভারতে অন্য যে দেশগুলো থেকে ছাত্রছাত্রীরা পড়তে এসেছেন সেই দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান এবং আফ্রিকার নানা দেশের পড়ুয়ারা।

- Advertisement -

গুজরাট বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আমেদাবাদে পঠনপাঠনরত বাংলাদেশি পড়ুয়ারা যদি অসুবিধায় পড়েন, সেক্ষেত্রে ওঁরা যেন বিশ্ববিদ্যালয়ের চালু করা এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। দুটি হেল্পলাইন নম্বর সর্বক্ষণ চালু থাকবে বলে জানিয়েছে গুজরাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্রের খবর, বাংলাদেশি পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক করেছেন গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীলম পাঞ্চাল এবং স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের অধিকর্তা। ওই বৈঠকের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

একইসঙ্গে গুজরাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশি পড়ুয়াদের উদ্দেশে জানিয়েছে, ভারতে তাঁরা সম্পূর্ণ নিরাপদ। অযথা আতঙ্কের কারণ নেই। যেন ওঁরা গুজবে কান না দেন, সেবিষয়টিও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...