কোলাপুর: প্রকৃতির রুদ্ররোষে গোটা দেহ। হিমাচল থেকে কেরল বিপর্যয়ের সম্মুখীন। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এবার এর মধ্যেই নদী পার হতে গিয়ে উল্টে গিয়ে ট্রাক্টর। সেই ঘটনাতেই সাত থেকে আটজন মানুষ নদীতে পড়ে যায়। স্থানীয় নাগরিকদের দ্বারা পাঁচ জনকে উদ্ধার করা হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে বলেই জানা গিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে, শুক্রবার মহারাষ্ট্রের কোলহাপুর জেলার ইচালকারঞ্জিতে। কৃষ্ণা নদী পার হতে গিয়েই ট্রাক্টর উল্টে সাত থেকে আটজন মানুষ নদীতে পড়ে যায়। জানা গিয়েছে, ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জলের মধ্যে উল্টে যায়। এমনিতেই বৃষ্টি হচ্ছে অঝোরে । তাতেই বেরেছে সমস্ত নদীর জলস্তর। রয়েছে স্রোতও। একটু এদিক ওদিক হলেই ঘটছে বড় দুর্ঘটনা। এর মধ্যেই নদীতে ট্রাক্টর উল্টে যাওয়ার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় জরুরি প্রতিক্রিয়া দল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF), যার একটি দল শিটোলে নিযুক্ত ছিল, তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে তার কর্মীদের মোতায়েন করে। স্থানীয় কর্তৃপক্ষও দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করে।
অন্যদিকে যারা ভেসে গিয়েছেন তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এনডিআরএফ জানিয়েছে, “আকিওয়াট, তালুকা শিরোল, জেলা কোলহাপুরে, ট্র্যাক্টর-ট্রলিটি উল্টে যাওয়ার পরে ৭ জন ব্যক্তি নদীতে পড়ে গিয়েছে। ৫ জনকে ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষদের সাহায্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২ জন এখনও নিখোঁজ রয়েছে।” মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চল বর্তমানে অবিরাম ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে। একাধিক শহরে জমেছে জল। যার জেরেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।