খাস ডেস্ক: আরজিকরের মহিলা চিকিৎসক খুনের ঘটনার পরে জাতীয় সংবাদমাধ্যমে লাগাতারভাবে প্রকাশিত হচ্ছে মহিলাদের উপর যৌননিগ্রহ ও ধর্ষণের ঘটনা। দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের উপর নিপীড়ন বাড়ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত এই পরিস্থিতিতে মুখ খুললেন। তিনি বলেছেন, অশুভ শক্তি ভারতে প্রবেশ করলে আমরা তার শেষকৃত্য সম্পন্ন করবো। একইসঙ্গে মোহন ভাগবত বলেছেন, বিশ্বজুড়ে অশুভ শক্তির জাল বিছিয়ে দ্রুত হারে ছড়াচ্ছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত এই মন্তব্য করেছেন পুনেতে সদগুরু গ্রুপ আয়েোজিত একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ২০০জন গুরুজিকে সংবর্ধিত করা হয়েছে অযোধ্যায় টানা ১৬ মাস ধরে রামমন্দির নির্মাণের সময়ে যাঁরা চতুর্বেদ পাঠ করেছেন।
ভাগবতের মতে, জগতে যে অশুভ শক্তি আছে তার চরিত্র হল সক্রিয় থাকা এবং পরস্পরের মধ্যে ঐক্য গড়ে তোলা। বর্তমানে বিশ্বে সর্বত্র অশুভ শক্তি বিরাজমান। এর সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশ। ভাগবতের কথায়, আমি একজন আমেরিকান লেখকের লেখা একটি বই পড়েছি। বইটির নাম কালচারাল ডেভলপমেন্ট অব আমেরিকা। এই বইতে উল্লেখ করা হয়েছে গত ১০০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সাংস্কৃতিক অবনমন ঘটেছে।
নিজের কথা ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত একথাও বলেছেন, এই অশুভ শক্তি বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করার পাশাপাশি এও মনে করছে, একমাত্র ওরাই ঠিক পথে চলছে। বাকিরা সকলে ভুল। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে এই পথ অবলম্বন করেছে অশুভ শক্তি। মোহত ভাগবত এও মনে করেন, শিক্ষিত সম্প্রদায়ের একাংশের মধ্যে অনাস্থা ও অশ্রদ্ধা বাড়ছে। এর কারণ কোনও রোল মডেল নেই। আরেকটা কথা হিন্দু শাস্ত্রে অস্পৃশ্যতার কোনও জায়গা নেই।