লখনউ: রেলের কর্মকর্তাদের নতুন নীতি অনুসারেই উত্তরাখন্ডে স্টেশনগুলিতে বদলাতে চলেছে সাইনবোর্ডের ভাষা। আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন সাইনবোর্ডে স্টেশনের নাম উর্দুর পরিবর্তে লেখা থাকবে হিন্দি ভাষায়।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের ম্যানুয়ালের নিয়ম অনুসারেই, যেখানে বলা হয়েছে রেলস্টেশনের নাম লেখা হবে হিন্দি, ইংরাজি এবং রাজ্যের দ্বিতীয় ভাষাতে। ২০১০ সালে উত্তরাখন্ডের দ্বিতীয় ভাষা হিসেবে সংস্কৃতকে স্বীকৃত করা হয়েছে।
বর্তমানে উত্তরাখন্ডের রেলস্টেশনের সাইনবোর্ডে ব্যবহার করা হয় হিন্দি, ইংরাজি এবং উর্দু। খুব শীঘ্রই হিন্দি, ইংরাজি এবং সংস্কৃত ভাষাতে লেখা হবে স্টেশনের নাম৷ রুরকি, দেরাদুন, হরিদ্বার থেকেই প্রথম ভাষা পরিবর্তনের কাজ শুরু করা হবে। আধিকারিকরা এই নাম পরিবর্তনের কাজে তৎপর হয়েছেন। স্টেশনের নামের ভাষা এবং বানানের দিকে মনোযোগ দিয়েছেন তাঁরা।
রাজ্যে রেলস্টেশনের নামের বদল নিয়ে সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার রেখা শর্মা জানান, ‘উত্তরাখন্ডের দ্বিতীয় ভাষা যে সংস্কৃত তা আমাদের নজরে আনা হয়েছে, তাই রেলস্টেশনের নাম দ্বিতীয় ভাষাতেই হওয়া উচিত। এই নাম পরিবর্তনের ক্ষেত্রে শহরের নাম সংস্কৃততে কিভাবে হবে তা ঠিক করা খুবই কঠিন একটি কাজ।’