খাসডেস্ক: ঘিয়ের মধ্যে মিশেছিল পশুর চর্বি । আপাতত তিরুপতি তিরুমালা (tirupati tirumala temple) মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে দেশজুড়ে বিতর্ক। এই পরিস্থিতিতে এক নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার (karnatak government)। নির্দেশিকায় বলা হল রাজ্যের ৩৪ হাজার মন্দিরের প্রসাদীতে এবার নির্দিষ্ট ব্যান্ডের ঘি ব্যবহার করতে হবে। নামও বলে দেওয়া হল সেই ব্যান্ডের। এই ৩৪ হাজার মন্দির স্টেট ম্যানেজমেন্ট বডির আওতাধীন।
আরও পড়ুন : আবার গমগম করবে গোটা বাড়িটা, সেজে উঠছে বোলপুরের নীচুপট্টি, কবে ফিরছেন বাড়ির মালিক অনুব্রত
কর্নাটক মিল্ক ফেডারেশনের তৈরি নন্দিনী ঘি। নির্দেশিকায় বলা হয়েছে মন্দিরের নানাবিধ রীতি যেমন প্রদীপ জ্বালানো, প্রসাদ তৈরি ইত্যাদি সবকিছুতেই এই ঘি ব্যবহার করতে হবে। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষকে প্রসাদের মান সম্পর্কে নিশ্চিত করতে হবে। তিরুপতি মন্দিরে (tirupati tirumala temple) প্রসাদী লাড্ডুতে ঘিয়ের মধ্যে পশুর চর্বি ব্যবহার করা হোত। সম্প্রতি এমন অভিযোগের কথা তুলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দাবি করা হয় প্রসাদী লাড্ডুর নমুনা গুজরাতে সরকার পরিচালিত একটি ল্যাব থেকে পরীক্ষা করে আনানো হয়েছে। যেখানে নমুনা পরীক্ষা করে গরু, ফিস ওয়েল ও শূকোরের চর্বির উপস্থিতি পাওয়া গিয়েছে।
আরও পড়ুন : রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে তিরুপতির ‘বিতর্কিত’ লাড্ডু বিতরণ, বললেন প্রধান পুরোহিত
এরপর আরও একটি অভিযোগ সামনে আসে। চলতি বছরের শুরুতেই মহাধূমধামের সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করা হয় অযোধ্যার রামলালার। ওই দিন দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে তিরুপতির লাড্ডু বিতরণ করা হয়েছিল। বলেন অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস। তিরুপতি তিরুমালা (tirupati tirumala temple) মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক সামনে আসার পরেই মুখ খোলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত। তবে রামলালার অনুষ্ঠানে লাড্ডু বিতরণের কথা মানছে না শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেন, “আমরা কেন্দ্রের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। ওইদিন আমরা শুধুমাত্র এলাচের বীজ প্রসাদ হিসেবে বিতরণ করেছিলাম। ১৯৮১ সাল থেকে জীবনে এখনও পর্যন্ত একবারই তিরুপতি মন্দিরে গিয়েছিলাম। বিতর্কের মাঝে আমার কোনরকম মন্তব্য করা সমীচিন নয়। ”