খাস ডেস্ক: উত্তরপ্রদেশে তথাকথিত হিন্দুত্ববাদীদের অত্যাচার নতুন কোনও ঘটনা নয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিচালিত বিজেপি সরকারের আমলে উত্তরপ্রদেশজুড়ে হিন্দুত্ববাদীদের দাপট বেড়েছে। এবার অত্যচারের নতুন একটি ঘটনা সামনে এল। স্কুলে আমিষ টিফিন নিয়ে যাওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে অধ্যক্ষ স্কুল থেকেই বহিষ্কার করলেন। এনিয়ে দেখা দিয়েছে জোর বিতর্ক।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায় একটি বেসরকারি স্কুলে। ওই বেসরকারি স্কুলের ৫ বছরের এক ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে ক্লাসে বসে সে আমিষ টিফিন খাওয়ার অপরাধে। ঘটনাটি ঘটেছে শিক্ষক দিবসে। এরপর ওই ছাত্রের মা স্কুলের অধ্যক্ষের কাছে গোটা ঘটনার প্রতিবাদ জানালে দু’জনের উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হিল্টন কনভেন্ট স্কুলের অধ্যক্ষ ওই ছাত্রীর মাকে বলছেন, ছেলে বলেছে সে আমিষ খাবার খেতে চায় সকলকে ইসলাম ধর্ম অবলম্বন করানোর জন্যে। এছাড়া ওই বালকের বিরুদ্ধে অভিযোগ এও যে, সে নাকি বলেছে সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করে দিতে চায় সে।
বেসরকারি ওই স্কুলের অধ্যক্ষের বক্তব্য, এসব কারণেই ৫ বছরের ওই ছাত্রকে স্কুল থেকে তাড়ানো হল। এই ঘটনার পরে আমরোহা মুসলিম কমিটির তরফে জেলাশাসকের কাছে দাবি জানানো হয়েছে, অধ্যক্ষকে গ্রেফতার করে স্কুলের সরকারি ছাড়পত্র অবিলম্বে বাতিল করতে হবে। সূত্রের খবর, আমরোহার বেসিক এডুকেশন অফিসারের নির্দেশে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওই তদন্তকারী দলের সদস্য তিন-তিনটি সরকারি স্কুলে্র অধ্যক্ষ। আগামী তিনদিনের মধ্যে তদন্তকারীদের রিপোর্ট জমা দিতে হবে।