লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দৌড়ে বিজেপিকে হারাতে কংগ্রেস একাধিক উন্নয়নমূলক কর্মসূচীর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। যার মধ্যে বিশেষ করে গুরুত্ব দিয়েছে যুবকদের কর্মসংস্থান ও উন্নয়ন। এবার আজ থেকেই রাম রাজ্যে কংগ্রেস শুরু “Speak UP” প্রচার। অর্থাৎ উত্তরপ্রদেশের মানুষকে মুখ খুলতে বলে নয়া প্রচারে নামছে কংগ্রেস। যে প্রচারের মাধ্যমে রাজ্যের বর্তমান এবং পূর্ববর্তী সরকারগুলির দ্বারা প্রতারিত হওয়ার অভিযোগ জানাতে পারাবে বলিএ উল্লেখ করেছে কংগ্রেস।
উত্তরপ্রদেশ কংগ্রেসের ইনচার্জ নাসিমুদ্দিন সিদ্দিকী জানিয়েছেন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অভিনব নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবে তাঁরা। তিনি জানিয়েছেন, “স্পিক উত্তরপ্রদেশ” অর্থাৎ উত্তরপ্রদেশের মানুষ কথা বলুন কংগ্রেসের এই প্রচারণায়, যুবকরা টুইটার এবং ফেসবুকে “ভারতী বিধান”-এ তাদের “বিশ্বাস” শেয়ার করবে। সেই সঙ্গে বর্তমানে যোগী আদিত্যনাথ সহ রাজ্য সরকারগুলির দ্বারা প্রতারিত হওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করবে। মানুষের কাছে পৌঁছাতে মুখ খোলার অস্ত্রে শান দিতে চাইছে কংগ্রেস।
উল্লেখ্য, শুক্রবারেই ‘ভারতী বিধান’ নামের কংগ্রেসের ইস্তেহারে দেওয়া হয়েছে ঢালাও প্রতিশ্রুতি। যেখানে বিশেষ করে বলা হয়েছে, ৪০ লক্ষ চাকরি দেওয়ার কথা। এখানেই শেষ নয় ৪০ লক্ষের মধ্যে ৮ লক্ষ চাকরি মেয়েদের জন্য সংরক্ষিত বলেই জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “যোগ্যতা থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের তরুণরা চাকরি পান না। কেবল ভুয়ো সংখ্যা বলে মানুষকে বোকা বানানো হয়েছে।’’ অন্যদিকে নাসিমুদ্দিন সিদ্দিকী
“ভারতী বিধান” কে “উত্তর প্রদেশের সাত কোটি যুবকের আশা ও আকাঙ্ক্ষার দলিল” হিসেবে অভিহিত করেছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, “উত্তর প্রদেশের যুবকদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দরকার এবং শুধুমাত্র কংগ্রেস দলই রাজ্যকে তা দিতে পারে।” এমনকি সুরবার প্রিয়াঙ্কা গান্ধী এই ইস্তেহার প্রকাশ করে বলেছেন, এটা কংগ্রেসের ‘ফাঁপা বুলি নয়”। তবে এত প্রতিশ্রুতির পরেও ফলফল কি হয় সেই দিকেই রয়েছে সকলের নজর।