মুম্বই: ভারতে সমকামীতা আর অপরাধের বিষয় নয়। ছেলে ছেলেকে বা মেয়ে মেয়েকে বিয়ে করার ঘটনা নতুন কিছু নয়। গত বছরেই হায়দরাবাদের বাসিন্দা অভয় দং এবং কলকাতার (Kolkata) বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। বয়েছিল শুভেচ্ছার বন্যা। আর পাঁচজনের থেকে কিছুটা আলাদা তাঁদের পছন্দ। ছেলে নয় বরং মেয়ে হয়ে মেয়ের প্রতিই আকৃষ্ট হয়েছেন একে অপরে। সেই ঘটনার স্বাক্ষী মহারাষ্ট্রের নাগপুর। বাগদান সেরেছেন দুই মহিলা চিকিৎসক। সেই সঙ্গে সকলকে স্বাক্ষী রেখেই একসঙ্গে তাদের জীবন কাটানোর শপথ নিয়েছেন।
জানা গিয়েছে গত সপ্তাহে মহারাষ্ট্রের নাগপুরে দুই মহিলা একে অপরকে আংটি পড়িয়ে সেরেছেন তাঁদের বাগদান। খাতায় কলমে হওয়া নয়া দম্পতি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তাঁদের সম্পর্কের কথা। একই লিঙ্গের মানুষ হওয়া সত্বেও কিভাবে একে অপররে প্রতি আকর্ষিত হয়েছেন সেই কথাও জানিয়েছেন সকলকে। সেই সঙ্গে নবদম্পতি জানিয়েছেন তাঁরা শীঘ্রই গোয়ায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন। দুই সঙ্গীর মধ্যে একজন পারমিতা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, “আমরা এই সম্পর্কটিকে নিয়ে আজীবন প্রতিজ্ঞাবদ্ধ। আমরা গোয়াতে আমাদের বিয়ের পরিকল্পনা করছি।”
Maharashtra: Two women doctors in a 'commitment ring ceremony' in Nagpur last week took vows to spend their lives together as a couple
"We call this relationship 'lifetime commitment'. We are planning our wedding in Goa," says Paromita Mukherjee, one of the women pic.twitter.com/v4omRiLtkq
— ANI (@ANI) January 5, 2022
পারমিতা আরও জানিয়েছেন, “আমার বাবা ২০১৩ সাল সাল থেকে আমার যৌন প্রবৃত্তি সম্পর্কে জানতেন। সম্প্রতি যখন আমি আমার মাকে বলেছিলাম, তিনি হতবাক হয়েছিলেন। কিন্তু পরে তিনি রাজি হয়ে যায় কারণ তিনি চান আমি সুখী হই।” অন্যদিকে পারমিতার সঙ্গী সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, “আমার পরিবার থেকে আমার যৌন অভিযোজনের কোন বিরোধিতা ছিল না। আসলে, আমি যখন আমার বাবা-মাকে বললাম, তারা খুশি হয়েছিল। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং অনেক মানুষ আমার সঙ্গে আমদের মত একসঙ্গে জীবনযাপনের বিষয়ে কথা বলে কারণ তারা নিজেদের পক্ষে অবস্থান নিতে পারেনি।”
বলা ভালো বর্তমানে বদলাচ্ছে সমাজ ও সমাজের মানসিকতা। আর ধরাবাঁধা ছকে জীবনযাপন করেন না অনেকেই। যদিও সমাজের চোখেও একটা সময় পর্যন্ত এই ধরনের ঘটনা স্বীকৃত ছিল না। তবে বর্তমানে এই সমস্ত বিষয়ের সঙ্গে অনেকতা মানিয়ে নিয়েছে ভারতীয় সংস্কৃতি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো সমকামী সম্পর্ক স্বীকৃতি পেলেও সমকামী বিয়ে ভারতে আইনিভাবে স্বীকৃত নয়। তবে আইন, সমাজের তোয়াক্কা না করেই নিজেদের ভালবাসাকে স্বীকৃতি দেওয়ার পথ বেছে নিচ্ছেন অনেকেই। আসলে তাঁদের কাছে সমাজ নয় বরং নিজেদের ভালোথাকাটাই সবার আগে প্রাধান্য পায়।