রায়পুর: মহারাষ্ট্রের গড়চিরোলিতে টানা অভিযানে যৌথ বাহিনী ১২ জন মাওবাদীকে নিকেশ করে । তারপর সেই অভিযান শেষ করেই ফিরছিল সুরক্ষাবাহিনী। কিন্তু বুঝতে পারেনি তাঁদের জন্যই ফাঁদ পেতে রেখেছিল মাওবাদীরা। বুধবার এবং বৃহস্পতিবার মধ্যবর্তী রাতে বিজাপুর জেলার বিজাপুর জেলার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযানের সময় আইইডি(IED) বিস্ফোরণে দুই নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
আহত জওয়ানদের বিমানে করে চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে আসা হচ্ছে। বিজাপুর পুলিশ জানিয়েছে যে স্পেশাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস, কোবরা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি যৌথ দল ১৬ জুলাই বিশেষ মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েছিল। দান্তেওয়াড়া, সুকমা এবং বিজাপুরের বনাঞ্চলে দরভা বিভাগ, পশ্চিম বস্তার বিভাগ এবং সংগঠনের সামরিক নম্বর ২ থেকে মাওবাদীদের উপস্থিতি এবং গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট তথ্য ছিল। ১৭ জুলাই রাতে তাররেম অঞ্চলে অনুসন্ধানের সময়, মাওবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একটি আইইডি ছুঁড়েছিল যার ফলে STF-এর দুই জওয়ান মারাত্মক আহত হয় এবং স্প্লিন্টার দিয়ে চারজন আহত হয়।
সাম্প্রতিক সময়ে ছত্তিশগড়ে মাওবাদীদের উপস্থিতি বেড়েছে। এমনকি সেনাদের উপর হামলাও করছে। তবে মাওবাদী দমন অভিযান অব্যহত রয়েছে। তাদের সমাজের মূল স্রোতে ফেরার কথা বলা হলেও অনেকেই বিমুখ।