খাস ডেস্ক: ভারতে রেল দুর্ঘটনার খবর নতুন কিছু নয়। একদিকে কেন্দ্রীয় সরকার দাবি করছে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে রেললাইন পাতা হবে। এজন্যে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। অন্যদিকে, ঘটে চলেছে রেল দুর্ঘটনা। মধ্যপ্রদেশে শনিবার সকালে বড়সড় রেল দুর্ঘটনা ঘটতে পারত। একটি ট্রেনের ইঞ্জিন সংলগ্ন দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।
সূত্রের খবর, এদিন ভোরে ইন্দোর-জব্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস জব্বলপুর স্টেশনে ঢোকার আগে দুটি বগি আচমকা লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রেল আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। কোনও যাত্রী হতাহত না হওয়াটা যারপরনাই স্বস্তির খবর।
রেল জানিয়েছে, কী কারণে এদিন দুটি বগি স্টেশনে ঢোকার সময়ে লাইনচ্যুত হল, সেব্যাপারে তদন্ত চলছে। তদন্তের জন্যে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে রেল সূত্রের খবর। রেল আরও জানিয়েছে, এদিন ভোর ৫টা ৩৮ নাগাদ ইন্দোর-জব্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস স্টেশনে প্রবেশের আগে ৫ টা ৩৫ মিনিট নাগাদ ওই দুটি বগি লাইনচ্যুত হয়। এর জেরে ওই শাখায় ৩০ মিনিট যাবৎ ট্রেন চলাচল বন্ধ ছিল। পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ অফিসার হর্ষিত শ্রীবাস্তব বলেছেন, লাইনচ্যুত হওয়ার আগে ট্রেনটি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে ছুটছিল। দুটি বগি কেন লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি শীঘ্রই রিপোর্ট পেশ করবে।