অমরাবতী: মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, দেবরাপল্লী গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে যখন একটি ট্রাক কাজুবাদাম এবং ৮জন যাত্রী নিয়ে রাস্তা থেকে ছিটকে একটি খালে পড়ে। পুলিশ জানিয়েছে, গর্ত এড়াতে গিয়ে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরেই গাড়িটি উল্টে যায়। লরির উপরে বসে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান, একজনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মৃতদেহগুলিকে কোভভুরু সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জি দেব কুমার।
এর আগে আগস্টে ঘটে যাওয়া একই ধরনের ঘটনায় অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় একটি বেসরকারি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর তিন শিশু আহত হয়। ৪০ জন ছাত্রকে বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পামুরু মন্ডলে জমিতে বাসটি উল্টে যায়।