
ত্রিপুরা: অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মতো আমাদের দেশেও বাজারজাত হচ্ছে চীনের তৈরি নকল প্লস্টিক চাল। এ চাল ছড়িয়ে পড়ছে বাজারের পাইকারী দোকান থেকে পাড়া মহল্লার খুচরা দোকান পর্যন্ত। কিন্তু এবার তা একেবারে স্কুলের মিড ডে মিলে।
আরও পড়ুনঃ ‘খাব কী, অতি বৃষ্টিতে সব শেষ হয়ে গেল’- চাষির বুকফাটা আর্তনাদে ভারী গ্রামের বাতাস
বিদ্যালয়ের মিড ডে মিলের চাল প্লাস্টিকের বলে অভিযোগ অভিভাবকদের। দক্ষিন ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু ভিলেজের দুর্গারায় মগ বাড়ী জে. বি স্কুলের ঘটনা। অভিযোগ, ওই স্কুলের ছাত্রছাত্রীদের গত ২৭ তারিখে ‘মিড ডে মিলে’র চাল দেওয়া হয়। কিন্তু সেগুলি আসলে প্লাষ্টিকের চাউল।
আরও পড়ুনঃকরোনা আবহে প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে আজ থেকে শুরু হল বড় ঠাকুরাণীর পুজো
ঘটনা জানাজানির পর অভিবাবকরা বিদ্যালয়ে এসে বিদ্যালয় কতৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানান এবং চালগুলি বিদ্যালয় কতৃপক্ষের হাতে তুলে দেন। অভিবাবকদের কথায়, এই চালগুলি রান্না করে খেলে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করছেন তাঁরা।
এদিকে বিদ্যালয় কতৃপক্ষের তরফে বিষয়টি শান্তির বাজার মহকুমার খাদ্য দফতরের নিকট জানান হয়। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে খাদ্য দফতর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।