আগরতলা: যেন এক অবিশ্বাস্য ঘটনা। কুসংস্কার নাকি অন্য কিছু। মা ও ছেলে একই গাছের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। তাও আবার একসঙ্গে। গোমতী ত্রিপুরা জেলার অমরপুর বীরগঞ্জ এলাকার ঘটনা। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ Train Accident: ঠিক কি কারণে দুর্ঘটনা, জানতে আজ ময়নাগুড়ি যাচ্ছে ফরেন্সিক দল
জানা গিয়েছে, প্রথমে ছেলে গাছে ওঠে। কিছুক্ষণ পরে মাও ওই একই গাছে ওঠে। এলাকাবাসীরাই প্রথমে ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীদের। বহু প্রচেষ্টার পর মা এবং ছেলেকে গাছের উপর থেকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল কর্মীরা।
আরও পড়ুনঃ Train Accident: পিলারে ধাক্কা, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস
এদিকে, এই ঘটনায় পর থেকেই নানা মহলে নানান প্রশ্ন উঠছে শুরু করেছে। কেউ বলছেন কুসংস্কারের দরুন তাঁদের এধরনের আচরণ, আবার কেউ বলছেন আলৌকিক কোন শক্তি তাঁদেরকে ভর করেছে। তবে এলাকাবাসীর ধারণা, ছেলে এবং মাকে অলৌকিক কোনও শক্তি ভর করেছে। তবে বলা বাহুল্য, এখনও আমাদের সমাজে যে কুসংস্কার বিরাজ করছে তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল।