খাস ডেস্ক: ফের অস্বস্তি বাড়ল তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের। ত্রিপুরা আদালত চার্জশিট পেশ করে হাজিরার নির্দেশ দিয়েছে তাঁকে। তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: আড্ডা জমাতে চলে আসুন ‘চায়ের বাড়ি’, ‘পকেট ফ্রেন্ডলি’ দামে মিলবে সুস্বাদু খাবার
ত্রিপুরা গিয়ে কুনাল জনসমক্ষে বলেছিলেন, জয় সীতারাম বা জয় সিয়ারাম থেকে ইচ্ছাকৃতভাবে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। এমনকি রামরাজ্যে অপমানিত হয়ে সীতাকে গর্ভবতী অবস্থায় বনে যেতে হয়েছিল। এরপর পাতাল প্রবেশের মাধ্যমেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তৃণমূল নেতার এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এই অভিযোগেই একাধিক মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। অবশেষে শনিবার ত্রিপুরা আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। আগামী ৩০ মে কুনালকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, কুনাল ঘোষ জানিয়েছেন, তিনি নিজে একজন হিন্দু। কোনও ধর্মকে অপমান করার উদ্দেশ্যে ছিল না তাঁর। আগামী দিনেও এমন কোনও কাজ তিনি করবেন না বলেই দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ, বিকল্প ভাবছে রাজ্য
উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টা মামলায় শুক্রবার কুনাল ঘোষকে দোষী সাব্যস্ত করে বিধাননগর এমপি এমএলএ আদালত। তবে তাঁর শাস্তি মুকুব করা হয়েছে।