দাঁ দিয়ে মাকে কোপাল ছেলে, শরীর থেকে আলাদা হল বৃদ্ধার হাত

স্থানীয়রা এসে ব্যাপক মারধর শুরু করেন বৃদ্ধার অভিযুক্ত ছেলেকে

0
50
tripura old lady injured

খাসডেস্ক, ত্রিপুরা : বৃদ্ধা মায়ের হাতে দাঁয়ের কোপ। হাত কেটে আলাদা করে দিল ছেলে। এমনই একটি নির্মম ঘটনার সাক্ষী থাকল ত্রিপুরা (tripura) গোমতী জেলার উদয়পুর গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত পাউরামুড়া স্কুল সংলগ্ন এলাকা।

আরও পড়ুন :বিস্ফোরণে থরথর করে কেঁপে উঠল এলাকা, ঘোর কাটতেই উধাও ছাত্রের হাত

- Advertisement -

মায়ের সঙ্গে বচসা, অশান্তি। আর তাঁর মাঝেই বৃদ্ধা মাকে কোপাল ছেলে। দায়ের কোপে হাত কেটে আলাদা হয়ে গেল বৃদ্ধার। চিৎকার, চেঁচামিচি শুনে এলাকায় ছুটে যান প্রতিবেশীরা। বৃদ্ধার ওই দশা দেখে অভিযুক্ত ছেলেকে ধরে ব্যাপক মারধর করেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে বিমল ঘোষ। আহত ৭৫ বছরের বৃদ্ধা নমিতা ঘোষকে প্রথমে ত্রিপুরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। ঘটনাস্থলে যায় গর্জি ফাঁড়ি থানার ওসি দিপু দেববর্মা, কার্তিক দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

আরও পড়ুন :থালা-বাসনের দোকানে ফটোশ্যুট, নতুনত্ব দেখাতে গিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে Subhashree

আরও পড়ুন :Target Killing: কাশ্মীরে ফের টার্গেট কিলিং, বাজারে যাওয়ার পথে হিন্দু ব্যক্তিকে খুন করল জঙ্গিরা

ত্রিপুরার (tripura) এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে আরও একটি ঘটনাকে । গত দুবছর আগে এইরকম একটি ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর। বিষয় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মাকে কোপ মারে ছেলে। জানা যায় সকালে অন্যান্য দিনের মতোই কাজে বেরিয়েছিলেন বৃদ্ধা। অভিযোগ, সেই সময় হঠাৎই পিছন থেকে এসে তাঁর বড় ছেলে জীবন হালদার তাঁর ঘাড়ে ও হাতে কোপ মারে ধারালো অস্ত্র দিয়ে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা। এর পরে বেশ কিছুক্ষণ আহত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন । তার পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেইসঙ্গে বাড়িতে খবর দেয়। ছুটে আসে বৃদ্ধার ছোট ছেলে রাজু হালদার।