
খাসডেস্ক, ত্রিপুরা : পুলিশের কাছে আত্মসমর্পণ (surrender) পলাতক অভিযুক্তের (accused surrender)। ত্রিপুরা গোমতী জেলা অমরপুর মালবাসা এলাকার ঘটনা। অভিযুক্তের নাম রাজু দাস। বছর ২৭ এর যুবক রাজু দাসের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ।
১০ ই ফেব্রুয়ারি কোন এক রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন বছর ২৭ এর রাজু (raju)। অভিযোগ এরপর মিছিল শেষে তিনি মদমত্ত অবস্থায় বাড়িতে ফেরেন। বচসা বাঁধে মাসির স্বামীর সঙ্গে। রাগেরবশে মদমত্ত অবস্থায় আচমকা এলোপাথাড়ি কোপাতে শুরু করেন তাঁর মাসি পুষ্প বর্মণকে (puspa barman)। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পুষ্প। পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসতেই অভিযুক্ত রাজু দাস (raju das) পালিয়ে যান। পরবর্তীতে অভিযুক্ত রাজু দাসের (raju das) বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি লিখিত মামলা করা হয়।
আরও পড়ুন :মিসড কলের সূত্র ধরেই নাবালিকার খুনের কিনারা পুলিশের,দিল্লিতে আরও এক নৃশংস হত্যাকাণ্ড
আরও পড়ুন :চাকরিচ্যুত Group-D কর্মীদের আশ্বাস প্রধান বিচারপতির, কবে শুনানি শীর্ষ আদালতে
বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে উদয়পুর রেলস্টেশনে এসে রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল মহম্মদ রাকেশ হোসেনের কাছে আত্মসমর্পণ করেন তিনি (accused surrender)। আচমকা তাঁর এই আত্মসমর্পণে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এতদিন রাজুকে গ্রেফতার (raju arrest) করতে পারল না পুলিশ? আচমকা তাঁর এই আত্মসমর্পণই বা কেন? উত্তর অধরা।