পর্যটকদের জন্য সুখবর, এই সময়ের মধ্যেই গোটা দেশের সঙ্গে রেললাইনের মাধ্যমে সংযুক্ত হবে কাশ্মীর

0
302

শ্রীনগর: ভূস্বর্গ কাশ্মীরে যাওয়ার ইচ্ছা নেই এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। তবে যাতায়াত ব্যবস্থা নিয়ে এক্তু সমস্যা ছিল। তবে এবার পর্যটকদের জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর ঠিক কতদিনের মধ্যে গোটা দেশের সঙ্গে রেলপথের মাধ্যমে কাশ্মীর যুক্ত হয়ে যাবে। ট্রেন চললেই উপত্যকা যাওয়া হয়ে যাবে আরও সহজ।

রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব বলেছেন কাশ্মীর উপত্যকা অবশেষে এই বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুর দিকে ট্রেন পরিষেবার মাধ্যমে দেশের বাকি অংশের  সঙ্গে সংযুক্ত হবে। শুধু তাই নয় রেলমন্ত্রক আরও জানিয়েছে যে, কাশ্মীরের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে বন্দে ভারত ট্রেনও। রেলমন্ত্রী শনিবার জানিয়েছেন, “এই বছরের ডিসেম্বরের মধ্যে বা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে, ট্রেনটি ছুটবে।”অশ্বনী বৈষ্ণব উধমপুর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের কাজ পর্যালোচনা করতে কাশ্মীরে রয়েছেন । ম চেনাব নদীর তীরে ভারতের সর্বোচ্চ রেল সেতু রয়েছে এই প্রকল্পের মধ্যে। জানিয়ে রাখা ভাল,  চেনাব রেল সেতুটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উপরে, যা আইফেল টাওয়ার থেকে ৩৫ মিটার উঁচু।সিঙ্গেল আর্চ রেলওয়ে সেতুর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কয়েকদিন আগে এর ট্রায়াল রান করা হয়েছে।

- Advertisement -

অশ্বনী বৈষ্ণব কাশ্মীরকে দ্রুত গোটা দেশের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন। বিশেষ করে বন্দে ভারত ট্রেনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “জম্মু ও কাশ্মীরের জন্য, একটি বিশেষ ডিজাইনের বন্দে ভারত ট্রেন তৈরি করা হচ্ছে। আমরা এখানে তাপমাত্রা এবং তুষারপাতের বিষয়টি বিবেচনা করেছি। সেই অনুযায়ী ট্রেনটি তৈরি করা হচ্ছে। এতে হিটিং সিস্টেম এবং অন্যান্য সুবিধা থাকবে। আগামী বছরের মাঝামাঝি এই ট্রেনটি চালু হবে।”  তিনি এটাও বলেছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর উপত্যকাকে একটি রেল সংযোগের সাথে সংযুক্ত করার  উপর বিশেষ জোর দিয়েছেন এবং প্রকল্পটি সময়মতো শেষ করতে এবং যাত্রীদের সর্বোত্তম সম্ভাব্য ভ্রমণ ও সুবিধা প্রদানের জন্য আরও বাজেট বরাদ্দ করা হয়েছে।