খাস ডেস্কঃ ট্রেন (Train) দুর্ঘটনা যেন বর্তমানে বেড়েই চলেছে। যা নিয়েই চিন্তায় সাধারণ মানুষ। কিন্তু কেন প্রায়ই ঘটছে রেল দুর্ঘটনা? তবে কি এর পিছনে দায়ি রেলের গাফিলতি। সোমবার এরকমই এক দুর্ঘটনা ঘটে গেল বিহারে (Bihar)। হঠাৎ ঝাঁকুনি দিয়ে খুলে যায় ট্রেনের কাপলিং (Coupling)। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। কিছুদিন আগেও পটনার কাছে পূর্ণিয়া-হাতিয়া এক্সপ্রেসের (Purnia Hatia Express) কাপলিং লিঙ্কও ভেঙে গিয়ে বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে গিয়েছিল।
ফের সোমবার দারভাঙ্গা (Darbhanga) থেকে নয়া দিল্লির (New Delhi) দিকে যাচ্ছিল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (Sampark Kranti Express)। বিহারের (Bihar) সমস্তিপুরের (Samastipur) কাছে আসতেই ঘটল দুর্ঘটনা। আচমকাই খুলে গেল ট্রেনের কাপলিং (Coupling)। তীব্র ঝাঁকুনিতে হঠাৎই দুটো আলদা টুকরো হয়ে যায় ক্রান্তি এক্সপ্রেস। একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্রান্তি এক্সপ্রেসের যাত্রীরা।
সোমবার সমস্তিপুর (Samastipur)-মুজাফফরপুর (Muzaffarpur) রেলওয়ে সেকশনের কার্পুরি গ্রাম রেলওয়ে স্টেশনের মাঝে আচমকাই ইঞ্জিন থেকে বগিগুলি আলাদা হয়ে যায়। দুই খন্ডে বিভক্ত হয়ে যায় ট্রেনের বগিগুলি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকেরা। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হঠাৎ কোচের (Coach) সঙ্গে ইঞ্জিনের সংযোগকারী কাপলিং বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।
ঘটনাটি ঘটার কিছুক্ষনের মধ্যেই যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। তবে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই রেল আধিকারিকেরা তড়িঘড়ি ট্রেনটিকে ফের ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। তারপরই ট্রেনটি ফের নয়া দিল্লির (New Delhi) দিকে রওনা দিয়েছে।