29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home জাতীয় খবর রাস্তা থেকে খাদে পড়ল সেনার ট্রাক, নিহত ৩ জওয়ান, আহত অনেকে

রাস্তা থেকে খাদে পড়ল সেনার ট্রাক, নিহত ৩ জওয়ান, আহত অনেকে

খাস ডেস্কঃ  ভয়ংকর দুর্ঘটনা। খাদে পড়ল ভারতীয় সেনার ট্রাক। তাতেই নিহত হয়েছে ৩ জন ভারতীয় জওয়ান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন । বুধবার পুলিশ এমনটাই তথ্য জানিয়েছে।

- Advertisement -

মঙ্গলবার অরুণাচল প্রদেশের সুবানসিরি জেলায় একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি খাদে পড়েছে।  পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে তাপি গ্রামের কাছে ট্রান্স অরুণাচল হাইওয়েতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি ঘটে। সেনা সূত্রে জানা গিয়েছে, মৃত  জওয়ানদের নাম  কন্সটেবল নাখাত সিং,  নায়িক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস কুমার৷   জানা গিয়েছে, সেনাবাহিনীর ট্রাকটি কর্মীদের পরিবহনকারী একটি কনভয়ের অংশ ছিল। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যখন এই দুর্ঘটনা ঘটে, কনভয়টি আপার সুবানসিরির জেলা সদর শহর দাপোরিজো থেকে লেপারাদা জেলার বাসরের দিকে যাচ্ছিল । দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার ও নিহতদের মরদেহ উদ্ধারে সহায়তা করেন।

- Advertisement -

দুর্ঘটনার বিশদ বিবরণ প্রদান করে, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স-এ পোস্ট করে বলেছে, “ইস্টার্ন কমান্ড আর্মি ক্যাডারের লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি এবং সমস্ত পদমর্যাদার সাহসী  কন্সটেবল নাখাত সিং, এনকে মুকেশ কুমার এবং জিডিআর আশীষের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অরুণাচল প্রদেশের দায়িত্ব পালনে ভারতীয় সেনাবাহিনী দৃঢ়ভাবে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।” মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও তিন কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক্স-এর একটি পোস্টে, তিনি বলেছেন, “আপার সুবানসিরি জেলার তাপির কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন ভারতীয় সেনা সদস্য – হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস কুমারের প্রাণহানির কারণে আমি গভীরভাবে ব্যথিত। জাতি এবং সর্বোচ্চ আত্মত্যাগকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...