খাস খবর ডেস্ক: প্রতিনিহত বাড়ছে তেলের দাম। তার পাশাপাশি তেলের দাম নিয়ে সাধারণ মানুষের অভিযোগ প্রতিনিহত বাড়ছে। সেইসঙ্গে দূষণ তো রয়েছেই। আর এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে এবার চলে এল হাইড্রোজেন চালিত গাড়ি। আর সেই গাড়ি তেলে নয় জলেই চলবে। হ্যাঁ একথা জানিয়েছেন বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)।
বৃহস্পতিবার আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত ষষ্ঠ জাতীয় শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি একথা জানান। এদিন তিনি জানান, একটি সবুজ হাইড্রোজেন (Green Hydrogen) চালিত গাড়ি কিনেছেন। ফরিদাবাদের ওয়েল রিসার্চ ইনস্টিটিউট থেকেই তিনি ওই গাড়িটি কিনেন। শীঘ্রই দিল্লির রাস্তায় হাইড্রোজেন চালিত এই গাড়িটি চালিয়ে দেখাবেন তিনি।
আরও পড়ুন-Kashmir: রেকর্ড ভাঙা পর্যটকদের ভিড় কাশ্মীরে. খুশি সবমহলই
প্রসঙ্গত, সাত বছর আগে গড়করি নাগপুরে একটি প্রকল্প শুরু করেছিলেন যেখানে নর্দমার জল ব্যবহার করা হয়। সেখানে তিনি একটি প্রকল্প শুরু করেছিলেন যেখানে নর্দমার জল ব্যবহার করা হয়। সেই প্রকল্পে নর্দমার জলকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হত। নিতীন বলেন, ওই জলই মহারাষ্ট্র সরকারের কাছে বিক্রি করে নাগপুর বছরে ৩২৫ কোটি টাকা রোজগার করে।
এদিন নীতিন গড়করি বলেন, “কোন কিছুই অপচয় করা ঠিক নয়। বর্জ্য সম্পদ হয়ে উঠতে পারে। বর্জ্য বা সৌরশক্তি থেকে আমরা সস্তায় বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সবুজ হাইড্রোজেন উৎপাদন করতে পারলে এটি একটি বিকল্প জ্বালানি হয়ে উঠতে পারে। হাইড্রোজেন ব্যবহার করে বাস-ট্রাক শুরু করে সমস্ত গাড়ি চালানোর পরিকল্পনা করছি আমি। এর জন্য শহরগুলির নিকাশি জল এবং আবর্জনা ব্যবহার করে জ্বালানি তৈরি করা হবে। এতে করে একদিক থেকে দূষণ কমবে পাশাপাশি জ্বালানি তেলের সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে।