খাস ডেস্ক: ভারতে তরুণ উদ্যোগপতির সংখ্যা বাড়ছে। বেঙ্গালুরু, মুম্বই এবং দিল্লিতে সবচেয়ে বেশি সংখ্যক তরুণ উদ্যোগপতি বসবাস করেন। এঁদের বয়স ৩৫ বছরের মধ্যে। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া শীর্ষক একটি সমীক্ষায় এখবর জানা গিয়েছে।
হুরুন ইন্ডিয়া প্রকাশিত তালিকা অনুসারে, ৩৫ বছরের ভিতর উদ্যোগপতিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উদ্যোগপতি বেঙ্গালুরুর বাসিন্দা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শহর মুম্বই ও দিল্লি। সূত্রের খবর, বেঙ্গালুরুতে ৩৫ বছরের মধ্যে উদ্যোগপতির সংখ্যা ২৯জন। মুম্বই ও দিল্লিতে এই বয়সের উদ্যোগপতির সংখ্যা যথাক্রমে ২৬জন এবং ২১জন।
সূত্রের খবর, হুরুন ইন্ডিয়া যে তালিকা প্রকাশ করেছে তাতে উদ্যোগপতি বাছতে মোট ৪১টি শহরে সমীক্ষা চালানো হয়। বেঙ্গালুরু এবং মুম্বইতে ৩৫ বছরের ভিতর উদ্যোগপতির হার ৩৭ শতাংশ বলে জানা গিয়েছে। হুরুন ইন্ডিয়ার প্রকাশিত তালিকা অনুসারে, ভারতে সবচেয়ে কম বয়স্ক সফল উদ্যোগপতির বয়স অঙ্কুশ সচদেব। অঙ্কুশের বয়স ৩১ বছর। অঙ্কুশ শেয়ারচ্যাট নামে একটি সংস্থার পরিচালনা করেন। এরপর কম বয়স্ক দুই সফল উদ্যোগপতির নাম পারিতা পারেখ এবং ঈশা আম্বানি। এই দুজনেরই বয়স ৩২ বছর। হুরুন ইন্ডিয়ার তালিকায় শতাধিক সফল তরুণ উদ্যোগপতির নাম প্রকাশিত হয়েছে।