লখনউ: একদিকে স্কুলের ছুটি! এবার সেই ছুটির দিনেই অভিভাভবকদের ফোনে ঢুকল মেসেজ। সেই মেসেজ দেখেই চমকে উঠলেন অভিভাবকেরা। স্কুলের মধ্যেই চলছে যৌনতা! দেখেই আঁতকে উঠলেন সবাই। তাও আবার শিক্ষিকার সঙ্গে প্রিন্সিপালের(Teacher and Principal) যৌন সম্পর্কের ভিডিও! এই ভাইরাল ভিডিও হইচই ফেলেছে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে।
রবিবার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। অভিভাবকদের নজরে এই ভিডিয়োটি পড়তেই তারা ক্ষোভ উগরে দেন। তারা জানিয়েছেন, ছেলেমেয়েদের স্কুলে পাঠানো হয় শিক্ষার জন্য, শিক্ষক-শিক্ষিকাদের অসভ্যতা দেখার জন্য নয়। প্রিন্সিপালের ঘরে ঢুকে কে ভিডিয়োটি রেকর্ড করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রিন্সিপাল দাবি করেছেন, এটি পুরনো ভিডিয়ো। এই ভিডিয়োটাকে এডিট করে ভাইরাল করা হয়েছে। বদনাম করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিভাবকদের একাংশের অভিযোগ, প্রিন্সিপাল নিজেই ভিডিয়ো ভাইরাল করেছেন। যেহেতু তাঁর অফিসের ভিতরেই ভিডিয়োটি রেকর্ড করা, তাই তিনিই এই ভিডিয়ো রেকর্ড করেছেন।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জউনপুরে। সম্প্রতিই একটি বেসরকারি স্কুলে প্রিন্সিপাল ও মহিলা শিক্ষিকার ঘনিষ্ঠতার ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, স্কুলের প্রিন্সিপাল নিজের অফিসে এক মহিলা শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। দুজনেরই সম্মতিতেই যে যৌন সম্পর্ক হচ্ছে, তা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে। তবে কে ভিডিয়ো রেকর্ড করেছে, তা এখনও জানা যায়নি। এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি খাস খবর।