মহারাষ্ট্র: প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় দিনেদুপুরে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হল অধ্যাপিকাকে। মহারাষ্ট্রের ওয়ারধা জেলায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকালে। এই অধ্যাপিকাকে জীবন্ত জ্বালানো হয় প্রকাশ্য রাস্তায়। অগ্নিদগ্ধ অবস্থাতেই তাঁকে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভরতি করা হয় নাগপুরের একটি হাসপাতালে।
হিনগাঁও ঘাট এলাকার তুলাসকার কলেজের এই অধ্যাপিকা সবেমাত্র বাস থেকে নেমেছিলেন তারপরই তাঁর ওপর আক্রমণ করে অভিযুক্ত। বাইক সওয়ারি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাস থেকে নামামাত্রই অধ্যাপিকার গায়ে পেট্রোল ছুঁড়ে দেয়। তারপর আগুন জ্বালিয়ে দিয়েই পালিয়ে যায় বাইকের ওই ব্যক্তি। এলাকার বাসিন্দারা কোনোক্রমে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তারপর পুলিশকেও খবর দেন তাঁরা।
জানা গেছে, অধ্যাপিকার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আরও জানা গেছে, অভিযুক্ত ভিকি এবং এই মহিলা একই গ্রামের বাসিন্দা। ভিকির প্রেমের প্রস্তাব বারবার আসার পরেও অধ্যাপিকা রাজি ছিলেন না। তাতেও অভিযুক্ত থেমে থাকেন নি। বারবার মহিলাকে বিরক্ত করতে থাকে। শেষ পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায়, ব্যর্থ হয়ে জীবন্ত জ্বালিয়ে দিলেন অধ্যাপিকাকে। অভিযুক্তকে এখনো খুঁজে পাওয়া যায় নি বলেই জানা যাচ্ছে। পুলিশি তরফে ভিকির খোঁজ চলছে। তবে এই ঘটনার জেরে মহারাষ্ট্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।