Home Breaking News সাবধান, ধেয়ে আসছে চিনের দৈত্য

সাবধান, ধেয়ে আসছে চিনের দৈত্য

0

সংবাদ সংস্থা: শিশু সাহিত্যের দানব যেন উঠে এল বাস্তবের মাটিতে৷ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে মুহূর্তের বালি ঝড়ে লন্ডভণ্ড চিনের বিস্তৃর্ণ এলাকা৷ আকাশ সমান সেই বালিঝড়ের দাপট এমনই যে যখন যে এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তখন শুধু সেই এলাকায় নয় কার্যত সংশ্লিষ্ট এলাকার অন্তরীক্ষও গিলে ফেলছে সে৷

আরও পড়ুন: গেরস্থের পাতকুয়োয় মেছো বেড়াল, হুলস্থুল কাণ্ড হাওড়ায়

সংবাদ সংস্থা সূত্রের খবর, গত মঙ্গলবার এমনই ভয়াবহ বালি ঝড় দেখা গিয়েছে চিনের ডানহুয়াং এলাকায়৷ কোথা থেকে, কিভাবে ওই বালি ঝড়ের সৃষ্টি তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি৷ তবে ওই বালি ঝড় ভারত, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে সংবাদ সংস্থার দাবি৷ সেক্ষেত্রে ফের বাতাসের মাধ্যমে পরিবেশ দূষণের আশঙ্কা থাকছে৷ ক্ষতি হতে পারে ফসলেরও৷ নয়া এই ঝড়ের দাপটে অতিমারীর সংক্রমণ বাড়বে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷

আরও পড়ুন: এবার পুলিশকে লক্ষ্য করে বোমা, জগদ্দলে প্রশ্নের মুখে কর্তারা

কারণ, চিনের যে সব এলাকার ওপর দিয়ে ওই দৈত্যসম বালি ঝড় উড়ে গিয়েছে সংশ্লিষ্ট এলাকার চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে, রীতিমতো মাটি থেকে ক্রমেই ওপরের দিকে উঠছে বালি ঝড়৷ প্রায় আকাশ ছুঁয়ে ফের সেই ঝড় নেমে আসছে সামনের দিকে৷ যার জেরে সংশ্লিষ্ট এলাকার পাশে থাকা জাতীয় সড়কও মুহূর্তে ঢেকে যায় বালির ধুলোকণায়৷ ঘটে একাধিক দুর্ঘটনাও৷ পরিস্থিতি মোকাবিলায় তৎক্ষণাৎ পথে নামে সেখানকার পুলিশ প্রশাসনও৷

Exit mobile version