খাস খবর ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে “আচ্ছে দিনে”র কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকে যা যা ঘটেছে, সকলেরই চোখের সামনে ঘটেছে। তবে কিছু কিছু সেক্টর রয়েছে, যা নিয়ে সত্যিই গর্ব করতে পারে মোদী সরকার।
আরও পড়ুন: রাষ্ট্রপ্রধানের খামখেয়ালীপনায় মৃত্যু ২১ জনের
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ঠিক যেমন বৈদেশিক বাণিজ্য। এই ক্ষেত্রে সম্প্রতি এক অভূতপূর্ব সাফল্যের মুখ দেখছে কেন্দ্র। ধারণা করা হচ্ছে, চলতি বছরে এপ্রিল পর্যন্ত বৈদেশিক রফতানিতে দেশের সার্বিক আয়ের পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারের কাছাকাছি। যা গত বছরের একই সময়ের নিরিখে ৩৯ শতাংশ বেশি।
অর্থাৎ ২০২১ সালে এপ্রিল মাস পর্যন্ত বিদেশে রফতানি করে যে পরিমাণ উপার্জন করেছিল কেন্দ্র, তার ৩৯ শতাংশ বেশি অর্থ উপার্জন করা গিয়েছে এই বছর। পেট্রলিয়ামজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিকস, কফি এবং চামড়ার পণ্যের রফতানি বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক বাণিজ্য এই সাফল্যের মুখ দেখল।
তাহলে কী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-ই এই সাফল্যের প্রধান কারণ? যুদ্ধের জেরে এই দুই দেশে সকল প্রকার আমদানি বা রফতানি এই মুহূর্তে বন্ধ। ফলতঃ সব দেশই বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে মরিয়া। এই অবস্থায় লাভই হয়েছে ভারতের। এমনটাই মনে করছেন কিছু বিশ্লেষক।