নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ হয়ে রয়েছে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিনে নিয়োগ। এই অবস্থায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডঃ অনুপম হাজরা।
রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠা হওয়ার এক বছরের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। অস্থায়ীভাবে নিয়োগ করে স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। যা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। কিন্তু কোনও সুরাহা হয়নি। বাম জামানায় প্রতি বছরে এই এসএসসি নিয়গ হতো। যা ফের চালু করার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতারা।
সেই পথে হেঁটেই মঙ্গলবার সকালের দিকে এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনুপম হাজরা। দীর্ঘদিন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হওয়া, আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের জন্য, তাদের দাবি-দাওয়ার কথা দেশের শিক্ষামন্ত্রী, শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’এর কাছে তুলে ধরেন অনুপমবাবু।
বোলপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য একগুচ্ছ দাবি জানানো হয়েছে। এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে। সব অভিযোগ শুনে পাশে কেন্দ্রীয় মন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অনুপম হাজরা। তিনি বলেছেন, “দেশের শিক্ষামন্ত্রী তরফ থেকে সমস্যা সমাধানের জন্য রাজ্যে শিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রকে পূনর্গঠনের জন্য, সব রকম সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।”