উপত্যাকায় তৎপর সেনা, ২ দিনের মধ্যেই কাশ্মীরি পণ্ডিতের খুনি জঙ্গিকে খতম করল সুরক্ষাবাহিনী

0
25

শ্রীনগর:  রবিবার পুলওয়ামাতে জঙ্গিরা খুন করেছিল আরও এক কাশ্মীরি পণ্ডিতকে। সেই ঘটনা উপত্যকা জুড়ে নতুন করে সন্ত্রাসবাদের কালো মেঘ বিস্তার করেছে। পণ্ডিত হত্যার পরেই জঙ্গি দমন অভিযানে নামে ভারতীয় সেনা। অবন্তিপোরায় জঙ্গিরা লুজিয়ে রয়েছে এই তথ্য মেলার পরেই সোমবার থেকে শুরু হয় সেনার অভিযান। তাতেই মিলেছে সাফল্য । দুই দিন আগে কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মা খুনের সঙ্গে যুক্ত জঙ্গিকে নিকেশ করেছে সুরক্ষাবাহিনী।  

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আবন্তিপোরায় একটি এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে  বিদ্ধ  হয় এক জঙ্গি। গুলি লেগেই তার মৃত্যু হয়।  পুলিশ জানিয়েছে  নিহত জঙ্গির নাম আকিব মুস্তাক ভাট।  জম্মু-কাশ্মীরের এডিজিপি জানিয়েছেন, “নিহত সন্ত্রাসবাদীকে পুলওয়ামার (এ ক্যাটাগরির) আকিব মুস্তাক ভাট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রথমে  হিজবুল সন্ত্রাসী সংগঠনের জন্য কাজ করেছিল। বর্তমানে সে   টিআরএফ-এর সাথে কাজ করছিল।  প্রয়াত সঞ্জয় শর্মার খুনিকে খতম করা হয়েছে।” 

- Advertisement -

উল্লেখ্য, উপত্যকায় সর্বশেষ লক্ষ্যবস্তু হত্যাকাণ্ডে রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়  গুলিবিদ্ধ হয়ে কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের এক ৪০ বছরের ব্যক্তির মৃত্যু হয়।  রবিবার সকালে পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামের এক কাশ্মীরি পণ্ডিত যিনি ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন তাঁকে গুলি করে জঙ্গিরা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুর পর থেকেই নতুন করে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে।