পুনে: যার কাঁধে রয়েছে মানুষের জীবন গঠনের দায়িত্ব সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে একাধিক ছাত্রীকে যৌন হেনস্থা, অশ্লীলভাবে স্পর্শের অভিযোগ। ঘটনা সামনে আসতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু স্পর্শই নয় সেই সঙ্গেই ক্লাসে ছাত্রীদের পর্ন ফিল্ম দেখানোর অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
মহারাষ্ট্রের আকোলা জেলায় ৬ জন ছাত্রীকে অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে এবং কয়েক মাস ধরে যৌন নিপীড়নের অভিযোগে সরকারি স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীরা তাদের অভিভাবকদের কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। ৪৭ বছর বয়সী প্রমোদ সরদার নামে চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। অষ্টম শ্রেণিরছাত্রীদের মধ্যে মধ্যে একজন শিশু কল্যাণ কেন্দ্রের টোল-ফ্রি হেল্পলাইনে ফোন করে ঘটনাটি কর্মকর্তাদের জানায়। শরীরে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগও রয়েছে শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগ পেয়েই কর্মকর্তারা স্কুলে গিয়ে তদন্ত শুরু করে, তারপরে শিক্ষককে হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, ওই শিক্ষক গত চার মাস ধরে ছাত্রীদের পর্ণ ভিডিও দেখাচ্ছিলেন এবং অনুপযুক্তভাবে স্পর্শও করছিলেন। মঙ্গলবার সকালে শিশু কল্যাণ কমিটির সদস্যরাও স্কুল পরিদর্শন করেন এবং কয়েকজন মেয়ের সঙ্গে কথা বলেন। রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য আশা মিরগে শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।