নয়াদিল্লি: দিল্লিতে হল শাহী সাক্ষাৎ। মঙ্গলবার হঠাত করেই দিল্লি উড়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি কারণে তিনি দিল্লি গিয়েছেন তা স্পষ্ট করে না জানালেও অনুমান করা গিয়েছিল আগেই। সেটাই বেলা বাড়তে স্পষ্ট হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কি আলোচনা হয়েছে শুভেন্দু নিজেই জানিয়েছেন।
আজ মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে বলেই জানা গিয়েছে। সাক্ষাৎ হওয়ার পর শুভেন্দু বলেছেন, “অমিত শাহর সঙ্গে কাল ফোন করে সময় চেয়েছিলাম। প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে। দুটি বিষয় তাঁকে জানিয়েছি। মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষর সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি। ফোনে কথা হয়েছিল। উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন। সেটা নিয়ে কথা হয়েছে।” আর অন্যটা অবশ্যই ছিল বাংলাদেশ প্রসঙ্গ। শুভেন্দু বলেছেন, অমিত শাহ যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য, আমি তাঁর কাছে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন আর কোনও ক্ষতি না হয়, সেটা দেখতে। আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন।” এদিন শুভেন্দু বাংলাদেশ প্রসঙ্গে তাঁর মায়ের যোগের কথাও উল্লেখ করেন। বলেন, “আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। যন্ত্রনাটা আমার ভিতরে রয়েছে। তাই উদ্বেগটা ছিল। উদ্বেগটা নিরসনের জন্য এসেছিলাম। সেটা নিরসন হয়েছে।”
জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ থেকে সোমবার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পরেই সেখানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি ভারতে আসার পরেই শুভেন্দু জানিয়েছিলেন, “এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন।” সেই কথা বলার পরেই আজ মঙ্গলবার তিনি দিল্লি যান।