খাস ডেস্ক : দেশজুড়ে নারীর প্রতি যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে, লাগাতারভাবে ঘটছে ধর্ষণের ঘটনা। এমনকি রেহাই পাচ্ছে না নাবালিকারাও। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিল। শিশুর প্রতি যৌন নির্যাতন রুখতে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালার বেঞ্চ রায় দিয়েছে, শিশুদে্র নিয়ে তৈরি নীলছবি দেথা পকসো আইনে অপরাধ হিসে্বে গণ্য হবে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ. যদি কোনও নাগরিক শিশুদের নিয়ে তৈরি নীলছবি সংগ্রহে রাখেন কিংবা সংগ্রহে থাকা এই ধরনের ছবি নষ্ট না করেন, সেক্ষেত্রে অন্তত তার ৫ হাজার টাকা জরিমানা হবে। এছাড়া যদি কোনও নাগরিক দ্বিতীয়বার এধরনের কাজ করেন, সেক্ষেত্রে তার অন্তত ১০ হাজার টাকা জরিমানা করা হবে। কেউ এধরনের নীলছবি সংগ্রহ অথবা প্রচার করলে আর্থিক জরিমানার পাশাপাশি তার তিন বছরের কারাবাস হবে। তাছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে এধরনের নীলছবি ব্যবহার করার দায়ে দোষী সাব্যস্ত হলে তার তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কারাবাস হবে।
সূত্রের খবর, কিছুদিন আগে ২৮ বছরে্র এক যুবক তার ফোনে শিশুদের নিয়ে তৈরি নীলছবি ডাউনলোড করেন। পরে ধরা পড়ে যান। এরপর ঘটনার দায়ে মামলা দায়ের হয় মাদ্রাজ হাইকোর্টে। যদিও মাদ্রাজ হাইকোর্ট ওই যুবকের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা বাতিল করেছিল।
এব্যাপারে মাদ্রাজ হাইকোর্ট জানায়, বর্তমানে শিশুদের মধ্যে নীলছবি দেখার প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে সমাজের উচিত ওদের শাস্তি না দিয়ে শিক্ষিত ও সচেতন করে তোলা। মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের পরে শিশুদের নিয়ে তৈরি নীলছবির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।