খাস ডেস্ক: আরজিকরে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদান করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ওঁদের বিরুদ্ধে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। শৃঙ্খলাভঙ্গের দায়ে পশ্চিমবঙ্গ সরকার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে এদিন বলেছেন প্রধান বিচারপতি।
জুনিয়র ডাক্তাররা আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণের ঘটনায় কর্মবিরতি চালানোয় চিকিৎসা না পেয়ে ইতিমধ্যে ২৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত অন্তত ৬ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্টে এই অভিযোগ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালের। উল্লেখ্য, এর আগেও সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছিল কর্মবিরতি প্রত্যাহার করে যেন ওঁরা কাজে ফেরেন।
এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেব্যাপারে এদিন জুনিয়র ডাক্তারদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কার্যত হুমকির শিকার। সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। এছাড়া জুনিয়র ডাক্তারদের নিরাপত্তাও এখন প্রশ্নচিহ্নের মুখে।
এদিন জুনিয়র ডাক্তারদের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সরকারি হাসপাতালের কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার যথোপযুক্ত ব্যবস্থা করার। এখন দেখার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মেনে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেন কিনা।