খাস ডেস্ক: ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে দেশের নানা প্রান্তে গোরক্ষকদের দৌরাত্ম্য নতুন কোনও ঘটনা নয়। গোরক্ষকদের হামলার শিকার হয়েছেন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। দেশের বিজেপিশাসিত রাজ্যগুলোতে এধরনের হামলার ঘটনা জলভাত।
এর আগেও মুসলমান সম্প্রদায়ের নিরীহ নাগরিকরা গোরক্ষকদের হাতে আক্রান্ত হয়েছেন। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এবার ঘটনাস্থল হরিয়ানার ফরিদাবাদ। এখানে দ্বাদশ শ্রেণির এক ছাত্র গোরক্ষদের হাতে প্রাণ হারালেন। পুলিশ সূত্রের খবর, ফরিদাবাদে গোরক্ষকরা গরু পাচারকারী মনে করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে গুলি করে খুন করেছে। এরপর দেখা যায় মৃত কোনওভাবেই গরু পাচারকারী নন।
সূত্রের খবর, গুলিতে মৃত ওই ছাত্রের নাম আরিয়ান মিশ্র। আরিয়ানকে দুটি গুলি করে খুন করা হয়েছে। প্রথমবার গুলি খাওয়ার পরে দ্বিতীয় গুলিটি তাঁর বুকে গিয়ে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এরপর গোরক্ষকরা বুঝতে পারেন, গরু পাচারের সঙ্গে আরিয়ানের কোনও সম্পর্কই নেই। তখন ওরা এলাকা ছেড়ে পালায়।
গোয়েন্দা সূত্রের খবর, হামলাকারী ওই গোরক্ষকদের কাছে খবর ছিল একটি টয়েোটা ফরচুনারে গরু পাচার করা হবে। পাচার রোখার জন্যে ওরা সশস্ত্র অবস্থায় এলাকায় ছিল। এসময় আরিয়ান তার এক বন্ধু এবং দুই বান্ধবী অন্য একটি গাড়িতে চেপে ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ে ঘাপটি মেরে থাকা গোরক্ষকদের কবলে পড়েন। ওদের গাড়ি লক্ষ্য করে গোরক্ষকরা গুলি চালাতে শুরু করে। পরপর দুটি গুলি আরিয়ানের ঘাড়ে এবং বুকে লাগে। পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে মোট ৫জনকে গ্রেফতার করা হয়েছে।