মধ্যপ্রদেশ: নিজের মনেই খেলা করছিল বছর তিনের একরত্তি শিশুটি। হঠাৎ রাস্তার একদল কুকুর তার দিকে তেড়ে এল, মুহূর্তেই খালি হল এক মায়ের কোল। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
শুক্রবার মধ্যপ্রদেশের ধার জেলার পাডালিয়া গ্রামে একটি তিন বছরের মেয়ে খামারে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। আচমকাই একদল কুকুর বাচ্চা গুলোর দিকে তেড়ে আসে। ঝাঁপিয়ে পড়ে একরত্তির ওপর। শিশুটির বাবা মা আশেপাশেই কাজ করছিল। কুকুরের আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছে কুকুর গুলিকে তাড়িয়ে দেয়। কিন্তু ততক্ষণে কুকুরের আঘাতে গুরুতর জখম হয় শিশুটি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত শিশুটিকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অধিক রক্তক্ষরণের ফলে শেষ রক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।