খাস ডেস্ক: ভারতের প্রতিটি শহরের রাস্তায় কুকুরের উৎপাত। এর ফলে সাধারণ পথচারীরা বিপাকে পড়ছেন। মাঝেমধ্যেই কুকুর কামড়ে দিচ্ছে পথচারীদের।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই ঘটনাটি ঘটেছে। সূত্র্রের খবর, মোট ১৭জনকে কামড়েছে ওই পথ কুকুরটি। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।
সূত্রের খবর, পথ কুকুরটি একের পর এক পথচারীকে কামড়েছে। ক্ষিপ্ত পথ কুকুরের কামড়ে শিশুরাও আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রয়েছে দুই শিশুকন্যা। ওঁরা ঘরের বাইরে খেলছিল।
সূত্রের খবর, যাদের পথ কুকুরে কামড়েছে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার দুর্গেশ শর্মা বলেছেন, ১৭জনকে কুকুরে কামড়ানোর খবর নেই। কেউ কোনও অভিযোগ করেননি
নগর প্রশাসনের বক্তব্য, পথ কুকুরদের নির্বীজকরণ করার জন্যে নিয়মিত কাজ চলছে। এছাড়া তৈরি করা হয়েছে অ্যানিম্যাল বার্থ সেন্টার।
কেবল উত্তরপ্রদেশ নয়, সারা ভারতে পথ কুকুরের সংখ্যা উত্তরোত্তরভাবে বাড়ছে। উত্তরপ্রদেশও এর ব্যতিক্রম নয়। সূত্রের খবর, সারা ভারতে মোট ৬ কোটি ২০ লক্ষ পথ কুকুর রয়েছে।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, পথ কুকুরের সংখ্যা ক্রমেই বাড়ছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া পথ কুকুরের উত্তরোত্তর সংখ্যাবৃদ্ধি জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে একঘণ্টায় যে ১৭জনকে পথ কুকুরে কামড়েছে এই ঘটনা ভারতে ঘনঘন ঘটছে। বিভিন্ন শহরে নিরীহ পথচারীরা পথ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন।
কুকুরের কামড় সম্পর্কে কেন্দ্রীয় সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেড় কোটির বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, প্রতিবছর ৫৯ হাজার মানুষের কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে মৃত্যু হয়।