শ্রীনগর: জম্মু-কাশ্মীরে সামনেই রয়েছে নির্বাচন। বিজেপি-কংগ্রেস দুই দলই মরিয়া উপত্যকার ক্ষমতার দখলে। চলছে জোর কদমে প্রচার। নির্বাচনী জম্মু ও কাশ্মীরের জম্মু সফরের দ্বিতীয় ও শেষ দিনে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়েই কংগ্রেসকে তীব্র ভাবে কটাক্ষ করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের (এনসি)-এর উদ্দেশ্যে বলেছেন ‘রাষ্ট্রের নামে মানুষকে বোকা বানানো বন্ধ করুন।’
সমাবেশ থেকে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস এবং এনসি বলছে যে তারা রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করবে। বলুন তো, এটা (রাষ্ট্রত্ব) কে দিতে পারে? একমাত্র কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই পারে। তাই জনগণকে বোকা বানানো বন্ধ করুন। আমরা বলেছি নির্বাচনের পর উপযুক্ত সময়ে আমরা জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেব। এটা আমরা সংসদে বলেছি। রাহুল গান্ধীর উচিত জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করা।” এদিন শাহ ‘নির্বাচনী রাজনীতির ছাত্র’ হিসাবে তার ‘অভিজ্ঞতা’ উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, কংগ্রেস-এনসি সরকার বিধানসভা নির্বাচনের জন্য জোট করেছে, এটা ‘জম্মু ও কাশ্মীরে কখনই গঠন করা যাবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী একদিন আগেই কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির ইশতেহার প্রকাশ করেছেন। সেই সঙ্গেই, লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকেও একটি ‘বার্তা’ পাঠিয়েছিলেন। শাহ ঘোষণা করেন, “আমি আপনাকে (গান্ধী) বলতে চাই, আপনি যতই চেষ্টা করুন না কেন, আমরা গুজ্জর, বাকরওয়াল, পাহাড়ি এবং দলিতদের সংরক্ষণকে স্পর্শ করতে দেব না। পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না।” শাহ আরও বলেন, জম্মু-কাশ্মীরে আসন্ন নির্বাচন ‘ঐতিহাসিক’ হবে। ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। এই ভোটেই কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট বেঁধেছে।