খাসডেস্ক: রাত পোহালেই আর জি কর মামলা (R G KAR) উঠবে সুপ্রিম কোর্টে। তার আগে দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া চিকিৎসক ও জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে তাঁরা অভিযোগ করেন এটি স্টেট স্পনসর্ড ক্রাইম অর্থাৎ রাজ্যের মদতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গত ১০ ই সেপ্টেম্বর বিকেল ৫ টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট। কার্যত সুপ্রিম নির্দেশকে মান্যতা দেয়নি চিকিৎসক মহল। নির্দেশ অগ্রাহ্য করে দাবিতে অনড় থেকে আন্দোলন এখনও অব্যাহত।
আরও পড়ুন: ক্ষতিপূরণ নয় বিচার চাই, কর্মবিরতি নয় গাফিলতিতেই মৃত্যু, জানাল মৃত শিশুর পরিবার
এদিন সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা দ্রুত পরিষেবায় ফেরার ইচ্ছে প্রকাশ করেন। জুনিয়র ডাক্তাররা বলেন, “আমরাও দ্রুত কাজে যোগ দিতে চাই। কিন্তু, আমরা এখনও হাসপাতালে নিরাপদ মনে করছি না। শুধু সিসিটিভি লাগিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না। যারা আমাদের সহযোগীকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই আমরা এখনও নিরাপদ বোধ করছি না।”
গত ৯ অগাস্ট আর জি করের (R G KAR) সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সংশ্লিষ্ট দিন থেকে আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে একাধিকবার রাজ্যের সঙ্গে আলোচনা ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের। চিকিৎসকপক্ষ লাইভ স্ট্রিমিং ও ভিডিও কনফারেন্সের দাবিতে অনড় থাকায় আলোচনা ভেস্তে যায়। সোমবার পুনরায় দুইপক্ষের আলোচনার সম্ভবনা তৈরি হয়েছে। কালীঘাটে রওনা দিয়েছেন চিকিৎসকদের দল।