নয়াদিল্লি: উফফ! কি গরম, কাশ্মীর যাওয়া যাক কিছুটা আরাম পেতে। দেশের মানুষ সাধারণত এমনটাই ভাবে। তবে শুধু ভাবে নয় গরমে অধিকাংশ মানুষ ঘুরতে যান কাশ্মীর। গরম থেকে মুক্তি পেতে কাশ্মীর যাবেন ভাবছেন? তাহলে একটু থেমে যান। জেনে নি সেখানে তাপমাত্রা থিক কত? কলকাতার থেকে এখন বেশি কাশ্মীরের রাজধানী শ্রীনগর(Srinagar)। অবাক হচ্ছেন নিশ্চয়ই শুনে। স্বাভাবিক যদিও সেটাই। কিন্তু প্রকৃতি বলছে কাশ্মীরের থেকে ঠান্ডা এখন কলকাতা।
বৃহস্পতিবার কাশ্মীরে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত ছিল এবং শ্রীনগরে(Srinagar) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি এবং ২৫ বছরের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা। সেখানে তখন কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, মুম্বইয়ের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি, দিল্লির ৩১.৭ ডিগ্রি এবং বেঙ্গালুরুর ২৮ ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারছেন শ্রীনগর এখন কলকাতা, দিল্লি, মুম্বইয়ের থেকেও গরম। শ্রীনগরে এর আগে ১৯৯৯ সালে জুলাই মাসে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল । উপত্যকার অন্যান্য অংশেও তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। কাজিগুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারাতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক সপ্তাহ ধরে উপত্যকায় তাপমাত্রা বেড়েছে এবং তাপপ্রবাহ অনুভূত হয়েছে । এর কারণেই অনেক এলাকায় জলের ঘাটতি দেখা দিয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ পরামর্শ জারি করেছে। স্কুল শিক্ষা বিভাগ ইতিমধ্যেই 8 জুলাই থেকে উপত্যকার সমস্ত স্কুলের জন্য ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: দিল্লিতে অমিত শাহের বৈঠক থেকে জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়ে মিলল বড় তথ্য
শুক্রবার তাপ থেকে কিছুটা রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস কারণ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার জম্মু ও কাশ্মীরের কয়েকটি জায়গায় অনেক জায়গায় বিরতিহীন মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে গ্রীষ্মের দাবাদহে নাজেহাল হয়েছে গোটা দেশ। এমনকি হিট স্ট্রোকে বহু মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই শ্রীনগরে এই তাপমাত্রা বৃদ্ধির খবর আরও অবাক করার মত।