নয়াদিল্লি: ফের শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার ভারতীয় মৎস্যজীবীরা। মঙ্গলবার আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অভিযোগে রামেশ্বরমের ৯ জেলেকে নেদুনথিভুর কাছে শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করেছে। প্রায়ই এই ধরনের গ্রেফতারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বিদেশমন্ত্রককে চিঠি দিয়েছে।
জানা গিয়েছে ৯ জন মৎস্যজীবী তারা দুটি নৌকায় মাছ ধরতে গিয়েছিল। তাদের গ্রেফতারের সঙ্গে সঙ্গেই তাদের কাছ থেকে নৌকাগুলো বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, রামেশ্বরমের একদল জেলে প্রয়োজনীয় অনুমতি পেয়ে সোমবার ৪৩০টি নৌকায় মাছ ধরতে গিয়েছিল। তবে তারা যখন নেদুনথিভুর কাছে মাছ ধরছিল, তখন শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের ঘিরে ফেলে আইজ্যাক রবিন এবং সেলভাকুমারের মালিকানাধীন দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং জাহাজে থাকা নয়জন জেলেকেই শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করে। দাবি করা হয় ভারতীয় জেলেরা জলে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে। জেলেদের তারপর কাঙ্গেসান্থুরাই নেভাল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সম্ভবত জাফনা মৎস্য বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্তের পর কারাগারে পাঠানো হবে।
অন্যদিকে বাকি জেলেরা আরও অভিযোগ করেছেন যে কাচাথিভুর কাছে মাছ ধরার অন্য একটি দলকে শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজ তাড়া করেছিল যা একটি ভারতীয় মাছ ধরার নৌকাতে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জেলেদের মুক্তি দিতে কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন জেলেরা।