খাস ডেস্ক: কেন্দ্রীয় সরকারের প্রতি নানা দাবিদাওয়া জানিয়ে বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে মিছিলরত শতাধিক মানুষকে দিল্লিতে প্রবেশের আগে সিংঘুতে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, লাদাখের বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর ১২০জন সহযোগীকে আটক করেছে পুলিশ।
সোমবার ওঁদের গ্রেফতারির ঘটনার পরে মঙ্গলবার বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। লোকসভা বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোনম ওয়াংচুক ও তাঁর সহযোগীদের পুলিশের হাতে আটক হওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে রাহুল এদিন প্রশ্ন তুলেছেন, লাদাখের ভবিষ্যৎ উন্নয়নের পক্ষে দাঁড়ানোয় প্রবীণ নাগরিকদের আটক করা হল কেন? এর আগে মোদীজি কৃষকদের সঙ্গেও একই আচরণ করেছেন। মোদীকে লাদাখের মানুষের কণ্ঠস্বর শুনতেই হবে।
বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর শতাধিক সহযোগীকে আটকের ঘটনা জাতীয় সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করছে। দেশের প্রখ্যাত সংবাদমাধ্যমগুলোর একাংশ এই খবরকে হেডলাইন হিসেবেও প্রকাশ করেছে। সূত্রের খবর, গত পয়লা সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের প্রতি নানা দাবিদাওয়া নিয়ে সোনম ওয়াংচুক তাঁর শতাধিক অনুগামীকে নিয়ে লেহ থেকে ‘দিল্লি চলো পদযাত্রা’র সূচনা করেন।
সূত্রের খবর, ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে রাজঘাটে এই পদযাত্রা শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সিংঘু সীমান্তে আটক পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকায় ওঁদের আটক করা হয়েছে।
আটক হওয়ার পরে সোনম ওয়াংচুক সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। উল্লেখ্য. যে দাবিদাওয়াগুলো পূরণে সোনম ওয়াংচুক ও তাঁর অনুগামীরা লাদাখ থেকে দিল্লি অভিমুখে রওনা হয়েছিলেন, সেই দাবিগুলোর মধ্যে রয়েছে লাদাখের আন্দোলনকারীদের নেতৃত্বের সঙ্গে কেন্দ্রের বসার দাবি থেকে আরম্ভ করে এলাকার আদিবাসী সম্প্রদায়ের বিশেষ অধিকারের জন্য ভারতীয় সংবিধান অনুসারে যষ্ঠ তফশিল চালু করা-সহ কয়েক দফা দাবি।