খাস ডেস্ক: সোমবার রাতে লাদাখের বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর ১৩০জন অনুগামীকে নানা দাবিদাওয়ায় ‘দিল্লি চলো পদযাত্রা’য় অংশগ্রহণের জন্যে দিল্লি-সিংঘু সীমান্ত খেকে আটক করে দিল্লি পুলিশ। এরপর তাদের মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ফের সোনম ওয়াংচুক ও তাঁর অনুগামীদের আটক করা হয়েছে। এদিকে প্রতিবাদীরা থানাতেই আমরণ অনশন শুরু করেছেন বলে খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লির বাতাবরণ উত্তপ্ত। এদিন সোনম ও তাঁর সহযোগীদের রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। সেই পরিকল্পনা দিল্লি পুলিশের বাধায় ভেস্তে গিয়েছে। লাদাখকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়া থেকে আরম্ভ করে একাধিক দাবিদাওয়ায় বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখ থেকে পদযাত্রা শুরু হয়। গান্ধীজয়ন্তীর দিনে ওই পদযাত্রা রাজঘাটে সমাপ্ত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় ওই কর্মসূচি বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য, লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত চার বছর ধরেই চলছে আন্দোলন। এছাড়া আন্দোলনকারীদের দাবি, লাদাখে সংবিধানসম্মত যষ্ঠ তফশিল চালু করতে হবে।
পুলিশের দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুসারে দিল্লি-সিংঘু সীমান্ত থেকে সোনম ওয়াংচুক ও তাঁর অনুগামীদের আটক করা হয়েছে। বেআইনি জমায়েতের জন্যে ওঁদের আটক করা হয়। গত সেপ্টেম্বরে লেহ থেকে যে পদযাত্রা শুরু হয়েছে সোনম ওয়াংচুকের নেতৃত্বে তাতে সামিল একাধিক সংগঠন। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে লেহ অ্যাপেক্স বডি, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মতো একাধিক সংগঠনের সদস্যরা। গত চার বছর ধরে নানা দাবিতে এই দুই সংগঠন লাগাতার আন্দোলনে সামিল।