শ্রীনগর: সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক জঙ্গি হানার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা। যদিও সন্ত্রাসবাদ দমনে সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সুরক্ষা বাহিনী। খবর মিলেছে সীমান্তে লুকিয়ে রয়েছে রয়েছে ৪০ জন উচ্চ প্রশিক্ষিত পাকিস্তানি জঙ্গি। তাদের শনাক্ত করে নিকেশ অভিযান চলছে। এর মধ্যেই, মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার সময় জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান।
জানা গিয়েছে, অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার সময় চলছিল সেনা জঙ্গিদের গুলির লড়াই। তখনই ল্যান্স নায়েক সুবাস কুমার জঙ্গিদের গুলিতে আহত হয়। পরে তাঁর মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এটাই ছিল সন্ত্রাবাদী হামলার সর্বশেষ ঘটনা। জওয়ানের ময়নাতদন্ত করা হয়েছে এবং তাঁর দেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেই এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জম্মুকে সন্ত্রাসবাদ মুক্ত এলাকে হিসাবে ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে জম্মুতে সন্ত্রাসী কর্মকাণ্ডে বৃদ্ধি পেয়েছে যা ওই অঞ্চলে জঙ্গিবাদের পুনরুজ্জীবনের আশঙ্কা তৈরি করেছে।
এই ঘটনার এক দিন আগে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা চৌকি এবং একটি গ্রাম প্রতিরক্ষা গ্রুপের (ভিডিজি) বাড়িতে দুটি জঙ্গি হামলা বানচাল করা হয়। সেই ঘটনায় নিরাপত্তা বাহিনী একটি জওয়ান এবং একজন সাধারণ ব্যক্তি আহত হন। সূত্রের মতে, আর্মি ক্যাম্পে প্রায় তিনজন পাকিস্তানি সন্ত্রাসী আক্রমণ করেছিল এবং এটি ভিডিজি সদস্যের বাসভবনের কাছে অবস্থিত ছিল, যিনি সম্প্রতি ২০২৩ সালে ওই একই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ভূমিকার জন্য শৌর্য চক্রে ভূষিত হয়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা প্রথমে খাওয়াস তহসিলের গুন্ধা এলাকায় ভিডিজি সদস্যের বাড়িতে গুলি চালায় এবং নিরাপত্তা কর্মীরা জবাব দিলে তারা গ্রেনেড ছোড়ে। ভোর ৪টার দিকে, সন্ত্রাসীরা এই অঞ্চলে একটি নতুন প্রতিষ্ঠিত সেনা পোস্টে হামলা চালায়, নতুন করে গুলির লড়াই শুরু হয়। সেই ঘটনায় একজন জঙ্গির মৃত্যু হয়। গোয়েন্দা সূত্রে খবর জম্মুর কাছে সীমান্তে ৪০ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে। এবং তাদের কাছে রয়েছে উন্নতমানে অস্ত্র। রয়েছে এমন গুলি তা সেনার বুলেটপ্রুফ গাড়ি ভেদ করতেও সক্ষম।