নয়াদিল্লি: ছত্তিশগড়ের পর এবার তেলেঙ্গানা। বৃহস্পতিবার তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুদেম জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দুই মহিলা সহ ৬ নিহত মাওবাদী নিহত হয়েছে ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরেই পুলিশ নীলাদ্রি পেটা এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরে করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। তাতেই নিহত হয় ৬ মাওবাদী। নীলাদ্রি পেটার জঙ্গলে লাছানা দলের সদস্যরা জড়ো হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর । গুলির লড়াইয়ের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। কারাকাগুডেম মন্ডলের রঘুনাথপালেমের কাছে জঙ্গল এলাকায় পুলিশের একটি চিরুনি অভিযান চলাকালীন এই এনকাউন্টারটি শুরু হয়।
উল্লেখ্য, দান্তেওয়াড়া এবং বিজাপুরের সীমান্তবর্তী বনাঞ্চলে নকশাল বিরোধী অভিযানে ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনী ছয় মহিলা সহ নয়জন মাওবাদীকে নির্মূল করার মাত্র দু’দিন পর এই ঘটনাটি ঘটেছে। দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই বলেন, নকশালদের কাছ থেকে একাধিক আগ্নেওয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । ছত্তিশগড় এনকাউন্টারে নিহতদের মধ্যে তেলেঙ্গানার শীর্ষ মাওবাদী নেতা মাছেরলা এসোবু ছিলেন, যিনি জগান, দাদা রণদেব এবং রণধীর নামেও পরিচিত। এসোবু, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেএসজেডসি) একজন গুরুত্বপূর্ণ সদস্য। এসোবু ১৯৮০ এর দশক থেকে মাওবাদী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ২৫ লক্ষ টাকা ছিল তার মাথার দাম।