খাসডেস্ক: ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (SITARAM YECHURY)। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। অফিসিয়াল বিবৃতিতে জানাল সিপিআইএম। গত ১৯ শে অগাস্ট তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সিপিআইএমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক । শীঘ্রই তাঁকে আইসিইউতে শিফট করা হয়। এরপর ৩১ শে অগাস্ট অফিসিয়াল বিবৃতিতে সিপিআইএম জানায় শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ইয়েচুরি।
আরও পড়ুন : ‘অসংবেদনশীল মন্তব্য’, মুখ্যমন্ত্রীর পুজোয় ফেরার ডাক শুনে বললেন নির্যাতিতার বাবা-মা
ইয়েচুরি প্রকৃতপক্ষে ঠিক কোন ধরনের শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ৭২ বছর বয়সী কমিউনিস্ট নেতার সম্প্রতি চোখে সার্জারি হয়। গত ২২ শে অগাস্ট এক্স হ্যান্ডেলে ইয়েচুরি একটি ৬ মিনিটের ভিডিও পোস্ট করেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে তিনি বলেন, “এটা আমার ক্ষতি যে তাঁর (বুদ্ধদেব ভট্টাচার্য) স্মরণ সভায় শারীরিকভাবে আমি উপস্থিত হতে পারছি না। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে এইমস থেকে বুদ্ধদার উদ্দেশে আমার আবেগ, অনুভূতি, লাল সেলাম জানাতে হচ্ছে।“
আরও পড়ুন: মাঝে ৩ দিন, মৃত তরুণী চিকিৎসকের সংগৃহীত নমুনা ফরেন্সিকে গিয়েছিল ৭২ ঘণ্টা পর
গত ২৯ শে অগাস্ট পর্যন্ত ইয়েচুরি (SITARAM YECHURY) সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু আবদুল গফুর নুরানির মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি সেখানে লেখেন, “ আবদুল গফুর নুরানির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সাংবিধানিক ও আইনজনিত বিষয়ে তাঁর গভীর জ্ঞান ছিল। একবার তিনি তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে আমাকে আমন্ত্রণ করেন। নিজের হাতে বিরিয়ানি রেঁধে খাওয়ান। ‘What is this Hindu Rastra’ এই পুস্তিকাটি লেখার জন্য তিনি আমাকে আমন্ত্রণ জানান।