খাসডেস্ক: দিল্লিতে দশ জনপথে সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাংলোর সামনে হুলুস্থূলু কাণ্ড। পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি সমর্থিত শিখ সম্প্রদায়ের (SIKH COMMUNITY)। দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন মুলুকে নিজের বক্তব্য রেখেছেন রাহুল। তারপরই প্রতিবাদে সরব হয় শিখ সম্প্রদায়ের একাংশ। আমেরিকায় চারদিনের সফরে গিয়েছেন রাহুল।
আরও পড়ুন: কমল জীবনদায়ী ওষুধের দাম, জিএসটি কাউন্সিলের বড় সিদ্ধান্ত
“ভারতে কি শিখরা পাগড়ি পরতে পারবেন, লড়াইটা সেখানেই? তারা কি গুরুদোয়ারায় যেতে পারবেন? শুধু এটা শিখদের জন্য নয়, এই লড়াই সকল ধর্মের জন্য।“ কেন বিদেশে গিয়ে শিখ সম্প্রদায়ের উদ্দেশে অপমানজনক কথা বলা হচ্ছে? রাহুল গান্ধীর এই মন্তব্যের পর প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। বিরোধী দলনেতা রাহুলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবিতে বিজেপির নেতৃত্বে শিখ সংগঠনের কর্মী-সমর্থকরা ব্যাপক বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: ‘বলির পাঁঠা’, শিরদাঁড়া হাতে এবার ফিরহাদের বিরুদ্ধে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের
কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর শিখদের (SIKH COMMUNITY)ধর্মীয় স্বাধীনতা নিয়ে মন্তব্যের প্রশংসা করেছেন নিষিদ্ধ খলিস্তান জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের সহ প্রতিষ্ঠাতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। খলিস্তানপন্থী এই নেতা এক বিবৃতিতে বলেছেন, ভারতে শিখদের অস্তিত্বরক্ষার সংকট নিয়ে রাহুলের বক্তব্য শুধু কঠিন সত্যই নয়, স্বাধীনতার পর থেকে ভারতে শিখদের উপর যে অন্যায়-অবিচার চলছে তার বাস্তবিক চিত্র। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী রাহুলের নিন্দায় বলেন, তাঁর কথার সঙ্গে খলিস্তানি জঙ্গি পান্নুনের দাবির মিল রয়েছে। উনি কি পান্নুনের সঙ্গেও দেখা করেছেন নাকি, প্রশ্ন তুলেছেন পুরী।