ব্যাগ ভর্তি দেহাংশের টুকরো কি শ্রদ্ধার, তড়িঘড়ি ছুটল দিল্লি পুলিশ

0
116
shraddha walker murder

ফরিদাবাদ: আরাবল্লী পর্বত সংলগ্ন এলাকা থেকে মিলেছে ট্রলি ব্যাগ ভর্তি মানব দেহের টুকরো। বৃহস্পতিবার পালি রোড এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে শ্রদ্ধা ওয়াকর খুনের (shraddha walker murder) সম্পর্ক থাকতে পারে বলে অনুমান করে দিল্লি পুলিশ।

আরও পড়ুন : শ্মশান বন্ধ করে বাউল কীর্তন, শীতের রাতে ফিরতে হল শ্মশান যাত্রীদের

- Advertisement -

জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় হাঁটতে বেরোন এক ব্যক্তি। পরিত্যক্ত ট্রলি ব্যাগটি তিনিই খুঁজে পান। সূরজকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে। এরপর ব্যাগটি পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষার জন্য। শ্রদ্ধার খুনের সঙ্গে ওই ব্যাগের সম্পর্ক থাকতে পারে মনে করে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেছিল দিল্লি পুলিশ। তবে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়। মেহেরৌলির এসিপি বিনোদ নারাং জানান, আরাবল্লী পর্বত সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের সম্পর্ক নেই। আপাতত দেহাংশ রাখা হয়েছে মর্গে। তবে দেহাংশের টুকরোগুলি কার? এগুলি মহিলা না পুরুষের তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

body parts

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী মাথা নত করেছেন’, মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক Amit Malviya

আরও পড়ুন : জয়নগরের মোয়ার গুণমান পরীক্ষায় এবার ল্যাবরেটরি

প্রসঙ্গত এদিকে শ্রদ্ধা হত্যাকাণ্ডে (shraddha walker murder) অভিযুক্ত আফতাব আমিন পুনেওয়ালার পলিগ্রাফ পরীক্ষা শুরু হয়েছে। আফতাবের পলিগ্রাফ পরীক্ষার জন্য আদালতের অনুমতি চেয়েছিল পুলিশ। পলিগ্রাফ পরীক্ষার অপর নাম ‘লাই ডিটেক্টর’ পরীক্ষা অর্থাৎ অভিযুক্ত মিথ্যা বলছেন কি না, তা যাচাইয়ের পরীক্ষা। এই পরীক্ষার সময় অভিযুক্তের রক্তচাপ, নাড়ি, রক্তপ্রবাহ ইত্যাদি স্বাভাবিক আছে কি না, তা মেপে নেওয়া হয়।