Shraddha Murder Case: শারীরিকভাবে সুস্থ Aftab, আগামী সপ্তাহে হবে ধৃতের নারকো টেস্ট

0
49
shraddha walker murder

খাস ডেস্ক: শ্রদ্ধা হত্যাকাণ্ডে তরুণীর প্রেমিক আফতাবকে গ্রেফতারের পর একাধিক তথ্যপ্রমাণ পুলিশে হাতে এসেছে। তদন্তের স্বার্থে আফতাব আমিন পুনাওয়ালার নারকো টেস্ট হবে। আগামী সপ্তাহেই হবে এই পরীক্ষা।

দিল্লি পুলিশ সূত্রে খবর, আগামী সপ্তাহের সোমবার আফতাবকে নারকো টেস্টের জন্য আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পরীক্ষার সময় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল উপস্থিত থাকবে। ইতিমধ্যেই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শারীরিকভাবে সুস্থ রয়েছে আফতাব।

- Advertisement -

তদন্তকারী আধিকারিকদের অনুমান, ধৃতের নারকো টেস্ট করানো হলে শ্রদ্ধা হত্যাকাণ্ডের তদন্ত আরও সহজে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আদালতের তরফে অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Gujrat assembly election: গুজরাটে ইস্তেহার প্রকাশ BJP-র, দেওয়া হল মৌলবাদ দমনের প্রতিশ্রুতি

উল্লেখ্য, গত মে মাসে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে দেহের ৩৫ টুকরো করে। এরপর প্যাকেটে ভরে দিল্লির মেহেরৌলির জঙ্গলে ফেলে আসে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তদন্তে নেমে আফতাবকে গ্রেফতার করে। জেরায় শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করে নেয় আফতাব। ইতিমধ্যেই দেহের কয়েকটি টুকরো সহ মানব শরীরের হাড় এবং কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করছে। যদিও এখনও মৃতদেহের কাটা মাথা নিখোঁজ।

আরও পড়ুন: Shraddha Murder Case: শ্রদ্ধা দেহ কেটে ফ্রিজে রেখে ফ্ল্যাটে মহিলা চিকিৎসককে ডেকেছিল আফতাব