মীরাট: বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশে একাধিক শিশুকে যৌননিগ্রহ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক মুদি দোকানি। পুলিশ জানিয়েছে, যৌননিগ্রহের ঘটনা ঘটিয়ে ওই মুদি দোকানি ঘটনার ছবি তুলে রাখে। এরপর ব্ল্যাকমেল করে টাকা চায়।
ঘটনা জানাজানির পরে এফআইআর দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর, ৩৭ বছরের যে মুদি দোকানির বিরুদ্ধে অভি্যোগ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে, এই ঘটনায় মোট ৬জনকে যৌননিগ্রহ করা হয়েছে। এদের মধ্যে চারজনই নাবালিকা।
আক্রান্ত এক শিশু জানিয়েছে, ওই মুদি দোকানি তাকে ঠাণ্ডা পানীয় খেতে দেয়। সেই পানীয় খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর জ্ঞান ফিরতে মুদি দোকানি তাকে যৌননিগ্রহ করার ভিডিয়ো দেখিয়ে টাকা দাবি করে। একথা সে তার মাকে জানায়।
এই ঘটনা জানাজানির পরে জাতীয় সংবাদমাধ্যমে ঘটনার খবরাখবর প্রকাশিত হয়। অভি্ভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, যৌন নিগ্রহের শিকার হয়ে আমার ছেলে খাওয়া-দাওয়া তো দূরের কথা জল পর্যন্ত খেতে চাইছে না।
যৌন নিগ্রহের শিকার আরেক শিশুর অভিভাবক জানিয়েছেন, যৌন নিগ্রহের পরে তার ছেলে কাজ পেয়ে দিল্লিতে চলে যায়। ও আর গ্রামে ফিরতে চাইছে না। এমনকি ফোনেও কথা বলতে চাইছে না।
যৌন নিগ্রহের ঘটনা জানাজানির পরে অভিভাবকদের একাংশ জানিয়েছেন, ওই মুদি দোকানি গত কয়েক বছর ধরেই গ্রামবাসী শিশুদের যৌননিগ্রহ করেছে। নতুন করে যৌননিগ্রহের ঘটনা জানাজানির পর ওই মুদি দোকানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গত কয়েক বছর ধরে গ্রামের শিশুদের যৌননিগ্রহ করেছে ওই মুদি দোকানি। এদিকে এই ঘটনা জানাজানির পরে অভিযুক্ত পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে